চলতি রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মোট ৩৫ জন ব্যাটসম্যান সেঞ্চুরির গণ্ডি টপকে যান। এঁদের মধ্যে তারকা ক্রিকেটার হাতে গোনা। অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটার এবং আনকোরা উঠতি ক্রিকেটারের সংখ্যাই বেশি। চোখ রাখুন দ্বিতীয় রাউন্ডে শতরানকারীদের সম্পূর্ণ তালিকায়।
1/23বিষ্ণু সোলাঙ্কি: কটকে চণ্ডীগড়ের বিরুদ্ধে এলিট বি-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ১০৪ রান করেন বরোদার বিষ্ণু সোলাঙ্কি।
2/23অঙ্কিত কৌশিক: কটকে বরোদার বিরুদ্ধে এলিট বি-গ্রুপের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন চণ্ডীগড়ের অঙ্কিত।
3/23বিরাট সিং: গুয়াহাটিতে দিল্লির বিরুদ্ধে এলিট এইচ-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ১০৩ রান করেন ঝাড়খণ্ডের বিরাট সিং।
4/23নাজিম সিদ্দিকি: গুয়াহাটিতে দিল্লির বিরুদ্ধে এলিট এইচ-গ্রুপের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১১০ রান করেন ঝাড়খণ্ডের নাজিম।
5/23কুমার সুরজ: গুয়াহাটিতে দিল্লির বিরুদ্ধে এলিট এইচ-গ্রুপের ম্যাচে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩১ রান করেন ঝাড়খণ্ডের কুমার।
6/23ধ্রুব শোরে: গুয়াহাটিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে এলিট এইচ-গ্রুপের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করেন দিল্লির ধ্রুব শোরে।
7/23বাবা ইন্দ্রজিৎ: গুয়াহাটিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে এলিট এইচ-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ১২৭ রান করেন তামিলনাড়ুর ইন্দ্রজিৎ।
8/23বাবা অপরাজিত: গুয়াহাটিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে এলিট এইচ-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ১৬৬ রান করেন তামিলনাড়ুর অপরাজিত।
9/23হরপ্রীত সিং: গুয়াহাটিতে তামিলনাড়ুর বিরুদ্ধে এলিট এইচ-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ১৭০ রান করেন ছত্তিশগড়ের হরপ্রীত।
10/23ক্রান্তি কুমার ও আশিস থাপা: কলকাতায় বিহারের বিরুদ্ধে রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচের প্রথম ইনিংসে সিকিমের ক্রান্তি ২৮৭ ও থাপা অপরাজিত ১৫১ রান করেন।
11/23সাকিবুল গনি ও যশস্বী ঋষভ: কলকাতায় সিকিমের বিরুদ্ধে রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বিহারের গনি অপরাজিত ১০১ ও যশস্বী ঋষভ অপরাজিত ১১০ রান করেন।
12/23শ্রীকান্ত মুন্ধে ও চেতন বিস্ট: কলকাতায় অরুণাচলের বিরুদ্ধে রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচের প্রথম ইনিংসে নাগাল্যান্ডের শ্রীকান্ত ২০৭ ও চেতন অপরাজিত ১৫৫ রান করেন।
13/23আল বসিদ মহম্মদ: কলকাতায় মিজোরামের বিরুদ্ধে রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করেন মণিপুরের বসিদ।
14/23শুভম শর্মা ও অক্ষত রঘুবংশী: রাজকোটে মেঘালয়ের বিরুদ্ধে এলিট এ-গ্রপের ম্যাচে প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের শুভম ১১১ ও অক্ষত ১০০ রান করেন।
15/23হেত প্যাটেল ও করণ প্যাটেল: রাজকোটে কেরলের বিরুদ্ধে এলিট এ-গ্রপের ম্যাচে প্রথম ইনিংসে গুজরাটের হেত প্যাটেল ১৮৫ ও করণ ১২০ রান করেন।
16/23রোহন কুন্নুম্মাল ও বিষ্ণু বিনোদ; রাজকোটে গুজরাটের বিরুদ্ধে এলিট এ-গ্রপের ম্যাচে দুই ইনিংসে কেরলের রোহন করেন ১২৯ ও ১০৬ রানে। প্রথম ইনিংসে বিষ্ণু করেন ১১৩।
17/23পরশ ডোগরা ও অরিন্দম ঘোষ: চেন্নাইয়ে এলিট সি-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ১০৭ রান করেন পুদুচেরির পরশ ডোগরা। রেলওয়েজের হয়ে এই ম্যাচের প্রথম ইনিংসে ১০০ রান করেন অরিন্দম ঘোষ।
18/23করুণ নায়ার ও ইয়ান দেব সিং: চেন্নাইয়ে এলিট সি-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ১৭৫ রান করেন কর্নাটকের করুণ নায়ার। সেই ম্যাচের শেষ ইনিংসে জম্মু-কাশ্মীরের ইয়ান দেব করেন ১১০ রান।
19/23চিরাগ জানি: আমদাবাদে সৌরাষ্ট্রের বিরুদ্ধে এলিট ডি-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ২৩৫ রান করেন সৌরাষ্ট্রের চিরাগ জানি।
20/23রিকি ভুই ও সিআর জ্ঞানেশ্বর: থুম্বায় সার্ভিসেসের বিরুদ্ধে এলিট ই-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের রিকি ভুই ১৪৯ রান করেন। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে অন্ধ্রর জ্ঞানেশ্বর করেন ১২৫ রান।
21/23মনদীপ সিং, আনমোল মালহোত্রা ও হিমাংশু রানা: দিল্লিতে এলিট এফ-গ্রুপের ম্যাচে পঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে মনদীপ করেন অপরাজিত ১৫৯ রান। আনমোল করেন ১০০। হরিয়ানার হয়ে এই ম্যাচের প্রথম ইনিংসে ১৪৯ রান করেন হিমাংশু রানা।
22/23অঙ্কিত কলসি: দিল্লিতে ত্রিপুরার বিরুদ্ধে এলিট এফ-গ্রুপের ম্যাচে হিমাচলের অঙ্কিত ১৪৭ রান করেন।
23/23গণেশ সতীশ, অক্ষয় ওয়াদকর ও নৌশাদ শেখ: সুলতানপুরে এলিট জি-গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে বিদর্ভের গণেশ ২৭৫ ও অক্ষয় ১৪৬ রান করেন। সেই ম্যাচেই মহারাষ্ট্রের প্রথম ইনিংসে ১০৩ রান করেন নৌশাদ।