আইপিএল ২০২২-এর ঠিক পরেই অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফির নক-আউট ম্যাচগুলি। ইতিমধ্যেই সামনে এসেছে রঞ্জির প্রি-কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের সূচি। বোর্ডের তরফে অংশগ্রহণকারী অ্যাসোসিয়েশনগুলির কাছে প্রয়োজনীয় নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে এই মর্মে।
রঞ্জির নক-আউট ম্যাচগুলির ক্ষেত্রে কঠোর বায়ো-বাবলের ব্যবস্থা থাকছে না। বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। করোনা মহামারির সময় থেকে ক্রিকেটারদের হোটেল রুম শেয়ার করায় নিষেধাজ্ঞা ছিল। তবে এবার ক্রিকেটাররা চাইলে হোটেলের ঘরে একসঙ্গে থাকতে পারবেন। সিকে নাইডু ট্রফি ও সিনিয়র ওমেনস টি-২০ লিগের সময়েও খেলোয়াড়দের হোটেল রুম শেয়ার করার বিকল্প খোলা রাখা হয়েছিল।
রঞ্জির নক-আউট ম্যাচগুলি বেঙ্গালুরুতে আয়োজিত হবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি শুরু হবে ৪ জুন। সেমিফাইনাল ম্যাচ দু'টি শুরু হবে ১২ জুন। ফাইনাল ম্যাচটি খেলা হবে ২০ থেকে ২৪ জুন। উল্লেখ্য, আইপিএলের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ২৯ মে। সুতরাং, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ শেষ হওয়ার এক সপ্তাহ পরেই শুরু হবে রঞ্জি ট্রফির নক-আউট পর্বের ম্যাচগুলি।
প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা লড়াইয়ে নামবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুম্বই লড়াই চালাবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে কর্নাটক সম্মুখসমরে নামবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব ও মধ্যপ্রদেশ।
কোয়ার্টার ফাইনালের সূচি (৪-৮ জুন):-
১. প্রথম কোয়ার্টার ফাইনাল: বাংলা বনাম ঝাড়খণ্ড
২. দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: মুম্বই বনাম উত্তরাখণ্ড
৩. তৃতীয় কোয়ার্টার ফাইনাল: কর্নাটক বনাম উত্তরপ্রদেশ
৪. চতুর্থ কোয়ার্টার ফাইনাল: পঞ্জাব বনাম মধ্যপ্রদেশ
আরও পড়ুন:- অরুণ লালকে কোচ পদ থেকে সরানোর প্ল্যান নেই, দাবি সিএবি-র
সেমিফাইনালের সূচি (১২-১৬ জুন):-
১. প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী
২. দ্বিতীয় সেমিফাইনাল: দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী
ফাইনাল (২০-২৪ জুন): প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।