বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরির ছড়াছড়ি, ইডেনে সাড়ে সাতশো টপকেও মন ভরেনি ঝাড়খণ্ডের

Ranji Trophy: সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরির ছড়াছড়ি, ইডেনে সাড়ে সাতশো টপকেও মন ভরেনি ঝাড়খণ্ডের

রানের পাহাড়ে ঝাড়খণ্ড। ছবি- সিএবি।

৮ নম্বরে নেমে শাহবাজের শতরান, ঘরের মাঠ ইডেনে KKR তারকা করেন হাফ-সেঞ্চুরি।

হাফ-সেঞ্চুরি, সেঞ্চুরি, এমনকি ডাবল সেঞ্চুরিরও অভাব নেই। চার-ছক্কার ছড়াছড়ি। ইডেনের বাইশগজ কাউকে খালি হাতে ফেরাল না। ফলে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জির প্রি-কোয়ার্টার ফাইনালে রানের এভারেস্টে ঝাড়খণ্ড।

কেরিয়ারের তৃতীয় ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নামা ১৭ বছরের কুমার কুশাগ্র ডাবল সেঞ্চুরি করেন। ৩৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬৯ বলে ২৬৬ করে আউট হন তিনি। বিরাট সিং করেন ১০৭ রান। আট নম্বরে ব্যাট করতে নেমে শাহবাজ নদিম পর্যন্ত সেঞ্চুরি করেন। তিনি কেরিয়ারের সেরা ১২৩ রান করে অপরাজিত রয়েছেন।

হাফ-সেঞ্চুরি করেন কুমার সূরজ ও অনুকূল রায়। সূরজ ৬৬ রান করেন। এবছর কেকেআরে যোগ দেওয়া অনুকূল নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ৫৯ রান করে আউট হন। এমনকি ১১ নম্বরে ব্যাট করতে নামা রাহুল শুক্লাও ২৯ রান করে অপরাজিত রয়েছেন। সুতরাং, ইতিমধ্যেই ঝাড়খণ্ডের তিনজন ব্যাটসম্যান টপকেছেন তিন অঙ্কের গণ্ডি, দু'জন করেছেন হাফ-সেঞ্চুরি।

ঝাড়খণ্ড টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই বিশাল রানের ইনিংস গড়ে তুলেছে। তারা দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৭৬৯ রান সংগ্রহ করেছে। নাগাল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন লেমতার ও কেঁসে।

বন্ধ করুন