ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলোয়াড়ের অভাব নেই ভারতে। তবু আইপিএলে কেন গুটিকয়েক ক্রিকেটার সুযোগ পান, সেটা বোঝা যায় তাঁদের পারফর্ম্যান্সেই। মুস্তাক আলি হোক বা রঞ্জি, ছক্কা হাঁকাতে ওস্তাদ ক্রিকেটারদের সামনে আইপিএলের দরজা খোলে সবার আগে। দেখে নেওয়া যাক রঞ্জির গ্রুপ লিগে কারা সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন।
1/5মণীশ পান্ডে: কর্নাটকের মণীশ রঞ্জির গ্রুপ লিগের তিন ম্যাচের ৫টি ইনিংসে সব থেকে বেশি ১৪টি ছক্কা হাঁকিয়েছেন। তাঁর স্ট্রাইক-রেট ৯২.৩২। ১৬২.৫০ গড়ে ৩২৫ রান করেছেন পান্ডে। সেঞ্চুরি করেছেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৬২ রানের।
2/5শাহরুখ খান: তামিলনাড়ুর শাহরুখের কাছে কার্যত ক্রিকেটের সব ফর্ম্যাটই সমান। এবার রঞ্জির গ্রুপ লিগের ৩টি ম্যাচের ৪টি ইনিংসে ব্যাট করতে নামেন শাহরুখ। তিনি ছক্কা মারেন মোট ১৩টি। তাঁর স্ট্রাইক-রেট ১০২.৮৮। ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি-সহ ৭১.২৫ গড়ে ২৮৫ রান সংগ্রহ করেছেন শাহরুখ। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৯৪ রানের।
3/5শেল্ডন জ্যাকসন: সৌরাষ্ট্রের জ্যাকসন গ্রুপ লিগের ৩ ম্যাচের ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৩টি ছক্কা মেরেছেন। তাঁর স্ট্রাইক-রেট ৭৮.৬৪। ৭৮.২৫ গড়ে ৩১৩ রান সংগ্রহ করেছেন শেল্ডন। কেকেআর তারকা হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৭ রানের।
4/5ললিত যাদব: দিল্লির ললিত যাদব ৩ ম্যাচের ৪ ইনিংসে ১১টি ছক্কা মেরেছেন। তিনি ৬৭.৭৫ গড়ে ২৭১ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ৫৭.১৭। তিনি ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৭৭ রানের।
5/5আব্দুল সামাদ: জম্মু-কাশ্মীরের সামাদ ৩ ম্যাচের ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি ৪৬.৬০ গড়ে ২৩৩ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১০৬.৮৮। সামাদ ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন।