মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে টস জিতল মুম্বই। টস জিতে মুম্বই অধিনায়ক পৃথ্বী শ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
গত কয়েকদিনে বেঙ্গালুরুতে বৃষ্টি হয়েছে। যার ফলে ভেস্তে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ শুরুর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া মেঘাচ্ছন্ন। তার উপর চিন্নাস্বামীর বাইশগজে পর্যাপ্ত ঘাস রয়েছে। এই অবস্থায় টস জিতে শুরুতে ফিল্ডিং নেওয়ার কথা বিবেচনা করবেন অনেক অধিনায়কই। তবে মুম্বই দলনায়ক পৃথ্বী শ সেই পথে হাঁটলেন না। পরের দিকে পিচে স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভবনা রয়েছে বুঝেই তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
মুম্বই সেমিফাইনালের অপরিবর্তিত দল নিয়েই ফাইনাল খেলতে নামে। মধ্যপ্রদেশ তাদের প্লেয়িং ইলেভেনে একটি রদবদল করে। তারা পুনিতের বদলে প্রথমবার মাঠে নামায় পার্থ সাহানিকে।
মুম্বইয়ের প্রথম একাদশ: পৃথ্বী শ (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, আরমান জাফর, সুবেদ পারকার, সরফরাজ খান, হার্দিক তামোরে (উইকেটকিপার), শামস মুলানি, তনুশ কোটিয়ান, ধাওয়াল কুলকার্নি, তুষার দেশপান্ডে, মোহিত আবস্তি।
মধ্যপ্রদেশের প্রথম একাদশ: যশ দুবে, হিমাংশু মন্ত্রী (উইকেটকিপার), শুভম শর্মা, রজত পতিদার, আদিত্য শ্রীবাস্তব (ক্যাপ্টেন), অক্ষত রঘুবংশী, সরাংশ জৈন, কুমার কার্তিকেয়া, অনুভব আগরওয়াল, গৌরব যাদব, পার্থ সাহানি।