প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচেই ত্রিশতরান করে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিবুল গনি। এবার কেরিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস ম্যাচে ফের শতরান করার হাতছানি ছিল বিহারের তরুণ ব্যাটসম্যানের সামনে। তবে ব্যক্তিগত সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানকে।
কলকাতায় মিজোরামের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচে বিহারের হয়ে রঞ্জি অভিষেক হয় সাকিবুল গনির। তিনি কেরিয়ারের প্রথম রঞ্জি ম্যাচের একমাত্র ইনিংসে ব্যাট করে ৩৪১ রান সংগ্রহ করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন গনি।
এবার ইডেনে সিকিমের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া হয় গনির। প্রথম দিনের শেষে ব্যক্তিগত ৯৮ রানে অপরাজিত ছিলেন সাকিবুল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শুরুতেই তিনি নিতেশ গুপ্তর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। নতুন করে কোনও রান যোগ করতে পারেননি গনি। ১৩৫ বলে ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলার পথে গনি ১৮টি বাউন্ডারি মারেন।
বিহার প্রথম দিনের খেলা শেষ করেছিল ৪ উইকেটে ৩১৫ রান তুলে। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই তাদের গনির মূল্যবান উইকেট হারিয়ে বসতে হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।