কলকাতার ইডেন গার্ডেন্সে নাগাল্যান্ডের বিরুদ্ধে চলতি রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ড ৮৮০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সার্বিকভাবে রঞ্জি ট্রফির ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ দলগত ইনিংস। চোখ রাখা যাক রঞ্জিতে সব থেকে বেশি রানের ৫টি দলগত ইনিংসের তালিকায়।
১. ৯৪৪/৬ (ডি): রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের রেকর্ড রয়েছে হায়দরাবাদের নামে। ১৯৯৩-৯৪ মরশুমে সেকেন্দ্রাবাদে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ৯৪৪ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে হায়দরাবাদ।
২. ৯১২/৬ (ডি): ১৯৮৮-৮৯ মরশুমে পানাজিতে গোয়ার বিরুদ্ধে তামিলনাড়ু ৬ উইকেটে ৯১২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। এটি রঞ্জির ইতিহাসে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের দলগত ইনিংস।
৩. ৯১২/৮ (ডি): ১৯৪৫-৪৬ মরশুমে ইন্দোরে কর্নাটকের (মাইসোর) বিরুদ্ধে মধ্যপ্রদেশ (হোলকার) তোলে ৮ উইকেটে ৯১২ রান। তারা সেই ইনিংস ডিক্লেয়ার করে। উইকেট সংখ্যার নিরিখে ক্রমতালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এটি।
৪. ৮৮০/১০: চলতি ২০২১-২২ মরশুমে কলকাতায় নাগাল্যান্ডের বিরুদ্ধে ঝাড়খণ্ড ৮৮০ রানে অল-আউট হয়। রঞ্জি ট্রফির ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ দলগত ইনিংস।
৫. ৮৫৫/৬ (ডি): ১৯৯০-৯১ মরশুমে মুম্বইয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেটে ৮৫৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে মুম্বই। আপাতত এটি রঞ্জির ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।