যশ ধুল অভিষেক রঞ্জি ম্যাচের উভয় ইনিংসেই সেঞ্চুরি করেন। নিশান্ত সিন্ধু কেরিয়ারের প্রথম রঞ্জি ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজ বাওয়া-অভিষেক পোড়েলদের আবির্ভাব ঘটে চমকপ্রদভাবেই। এবার যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের আরও এক তারকা রঞ্জি অভিষেকে ব্যাট হাতে চমকে দিলেন সকলকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার হরনূর সিংয়ের চণ্ডীগড়ের হয়ে রঞ্জি অভিষেক হয় কটকে বরোদার বিরুদ্ধে। প্রথম ইনিংসে ৩৫ বলে ২টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন হরনূর। যেরকম ব্যাট করছিলেন, তাতে সেঞ্চুরি পূর্ণ করা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। যদিও শেষমেশ দুর্ভাগ্যের শিকার হয়ে ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকেই ফিরতে তাঁকে।
বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে হরনূর ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে রান-আউট হন। ১৫১ বলের ইনিংসে যুব বিশ্বকাপজয়ী তারকা ১৩টি চার ও ১টি ছক্কা মারেন। হাফ-সেঞ্চুরি করেন অপর ওপেনার আর্সলান খানও। তিনি দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে সাজঘরে ফেরেন।
এই ম্যাচে চণ্ডীগড়ের হয়ে মাঠে নেমেছেন আরও এক যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার রাজ বাওয়া। তিনি প্রথম ইনিংসে ৫টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৩২ রান করেন। পরে বল হাতে ৬৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।