সুযোগ থাকা সত্ত্বেও রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে নাগাল্যান্ডকে ফলো-অন করাল না ঝাড়খণ্ড। বদলে ইডেনের ব্যাটিং স্বর্গে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন সৌরভ তিওয়ারিরা। এমনিতে প্রথম ইনিংসে লিড নেওয়ায় না হারলেই কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত ঝাড়খণ্ডের। তাই বোলারদের বিশ্রাম দিয়ে ব্যাটসম্যানদের নিজেদের ঝুলিতে আরও কিছু রান সংগ্রহ করার সুযোগ করে দেয় তারা।
ঝাড়খণ্ডের ৮৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৮৯ রানে। চেতন বিস্ট ১২২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসের নিরিখে ৫৯১ রানের বিশাল লিড নেয় ঝাড়খণ্ড। শাহবাজ নদিম ৩টি এবং অনুকূল রায় ও সুশান্ত মিশ্র ২টি করে উইকেট দখল করেন।
দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড চতুর্থ দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে। হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে গিয়েছেন আরও একজন ব্যাটসম্যান। ওপেনার উত্কর্ষ সিং ৫০ রানে অপরাজিত রয়েছেন। সুতরাং, ম্যাচের তিনটি ইনিংস মিলিয়ে এই নিয়ে ৮ জন ব্যাটসম্যান ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে গেলেন। প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের ৬ জন ব্যাটসম্যান ৫০-এর বেশি রান করেছেন। নাগাল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন চেতন। এবার হাফ-সেঞ্চুরি করলেন উত্কর্ষ।
এছাড়া নাজিম সিদ্দিকি ৪২ রান করে আউট হয়েছেন। ৩১ রান করে সাজঘরে ফিরেছেন কুমার সূরজ। ৯ রান করে নট-আউট রয়েছেন অনুকূল। আপাতত চতুর্থ দিনের শেষে ঝাড়খণ্ড এগিয়ে রয়েছে ৭২৩ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।