তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই জোড়া শতরান (১১৩ ও অপরাজিত ১১৩) করে দুর্দান্ত নজির গড়েন যশ ধুল। তবে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না যুব বিশ্বকপজয়ী ভারত অধিনায়ক। ঝাড়খন্ডের বিরুদ্ধে দিল্লির হয়ে ওপেন করতে নেমে যশ ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে আউট হন।
তার আগে ঝাড়খণ্ডের হয়ে অনবদ্য শতরান করেন ক্যাপ্টেন বিরাট সিং। তিনি ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ১০৩ রান করে আউট হন। গুয়াহাটিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৫১ রানে।
বিরাটের শতরান ছাড়া মহম্মদ নাজিম ৫২, উত্কর্ষ সিং ২১ ও সুশান্ত মিশ্র ২০ রান করেন। কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া অনুকুল রায় ১০ রান করে সাজঘরে ফেরেন।
দিল্লির হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন নভদীপ সাইনি ও বিকাশ মিশ্র। ২টি করে উইকেট নেন ললিত যাদব ও কেকেআরের নীতিশ রানা। ইশান্ত শর্মা মাত্র ৪ ওভার বল করেন। ১টি মেডেন-সহ ১৪ রান খরচ করলেও কোনও উইকেট পাননি তিনি।
পালটা ব্যাট করতে নেমে দিল্লি প্রথম দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ২৮ রান তুলেছে। ১৫ রানে অপরাজিত রযেছেন ধ্রুব শোরে। হিম্মত সিং অপরাজিত রয়েছেন ৬ রান করে।