বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: রঞ্জির কোয়ার্টার ফাইনালে পেস আক্রমণেই আস্থা রাখছে বাংলা, ইঙ্গিত দিলেন অরুণ লাল

Ranji Trophy: রঞ্জির কোয়ার্টার ফাইনালে পেস আক্রমণেই আস্থা রাখছে বাংলা, ইঙ্গিত দিলেন অরুণ লাল

অনুশীলনে বাংলা দল। ছবি- সিএবি।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মনোজ তিওয়ারিদের সম্ভাব্য কম্বিনেশন কেমন হতে পারে, ইঙ্গিত দিলেন বাংলা কোচ।

লিগের ম্যাচগুলি একরকম পিচে খেলতে হয়েছে। কলকাতায় অনুশীলন সারতে হয়েছে আলদা চরিত্রের পিচে। এবার বাংলাকে বেঙ্গালুরুতে রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে হবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের বাইশগজে। নক-আউটের দিন দশেক আগে বাংলা দলের বেঙ্গালুরু উড়ে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল পিচের সম্ভাব্য আচরণের সঙ্গে সড়গড় হয়ে ওঠা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ের আগে বাংলা দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শোনাল কোচ অরুণ লালকে।

বাংলা কোচ ইঙ্গিত দিলেন যে, জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডের পিচে যথেষ্ট বাউন্স রয়েছে। পিচে ঘাসও রয়েছে। তবে ম্যাচের ঠিক আগে বাইশগজের ছবিটা কেমন হবে, সে সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা নেই তাঁদের। তাই শেষ মুহূর্তে পিচ দেখে তবেই কোয়ার্টার ফাইনালের কম্বিনেশন স্থির করা হবে বলে জানান তিনি।

তবে অরুণ লাল এটা স্পষ্ট করে দেন যে, তিন পেসারে দল সাজাবেন নিশ্চিত। চতুর্থ পেসারের প্রয়োজন হবে, নাকি একজন বাড়তি স্পিনার খেলানো হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পিচ দেখে।

আরও পড়ুন:- Ranji Trophy: কোয়ার্টার থেকে ফাইনাল, রঞ্জি ট্রফির নক-আউটের বদলে যাওয়া সূচিতে চোখ রাখুন, কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?

বাংলা কোচ বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করছি। যথাযথ প্রস্তুতি নিয়েছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি নিশ্চিত, আমাদের খেলোয়াড়রা নিজেদের সেরাটা মেলে ধরবে। লাল বলের ক্রিকেটের সঙ্গে সড়গড় হতে এবং এখানকার পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। একারণেই আমরা দশ দিন আগে এখানে এসেছি। শুরুর দিকে নিজেদের চূড়ান্ত অপ্রস্তুত মনে হচ্ছিল, কারণ এখানের পিচ একেবারে ভিন্ন রকমের। পিচে ঘাস রয়েছে। বাউন্সও রয়েছে। সিমে বল পড়ে নড়াচড়া করে।’

আরও পড়ুন:- গুজরাটকে IPL চ্যাম্পিয়ন করিয়ে এবার পঞ্জাবের হয়ে মাঠে নামতে চলেছেন শুভমন গিল

অরুণ লাল আরও বলেন, ‘ম্যাচের দিন মাঠে গিয়ে পিচ দেখে প্রথম একাদশ চূড়ান্ত করা হবে। অনেকটা দূরে বলেই আজ মাঠে গিয়ে অনুশীলন করিনি। যেহেতু প্রতিদিন টানা খেলেছি, তাই ডে অফের মতোই অপশনাল প্র্যাক্টিস রেখেছিলাম। আমরা অবশ্যই তিন পেসারে দল সাজাব। ম্যাচের আগে সিদ্ধান্ত নিতে হবে চতুর্থ পেসার খেলানো হবে নাকি একজন স্পিনার।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গলা ক্ষতবিক্ষত, চুইয়ে পড়েছে রক্ত, ছবির শ্যুটে মারাত্মক জখম হলেন ইমরান হাশমি দুঃস্বপ্ন জারি, T20-র পরে এবার দুর্বল আয়ারল্যান্ডের কাছে ODI-তেও হার দঃআফ্রিকার হরিয়ানা, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ, জয়ের হাসি হাসবে কারা? ধনু-মকর-কুম্ভ-মীনের পঞ্চমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.