Ranji Trophy Final: রঞ্জির খেতাবি লড়াইয়ে মাঠে নামছেন পৃথ্বি-যশস্বী-পতিদাররা, কোন চ্যানেলে দেখবেন ম্যাচ?
1 মিনিটে পড়ুন . Updated: 22 Jun 2022, 07:11 AM IST- মোবাইলে কীভাবে দেখবেন Ranji Trophy Final-এর সরাসরি সম্প্রচার?
রঞ্জি ট্রফি ২০২২-এর খেতাবি লড়াইয়ে মুম্বইয়ের মুখোমুখি মধ্যপ্রদেশ। ৪১ বারের চ্যাম্পিয়নদের হয়ে ফাইনাল খেলতে নামছেন পৃথ্বী শ, যশস্বী জসওয়াল, সরফরাজ খানের মতো তারকারা। অন্যদিকে মধ্যপ্রদেশের হয়ে লড়াই চালাবেন রজত পতিদার, কুমার কার্তিকেয়ার মতো তারকা।
দেখে নেওয়া যাক মুম্বই বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফি ২০২২-এর ফাইনাল ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে শুরু রঞ্জি ট্রফি ২০২২-এর ফাইনাল: ২২ জুন, ২০২২ (বুধবার)।
কোথায় অনুষ্ঠিত হবে মুম্বই বনাম মধ্যপ্রদেশের খেতাবি ম্যাচ: এম চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু)।
কখন শুরু হবে ফাইনাল ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৯টায়।
ভারতে কোন কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রঞ্জি ট্রফির নির্বাচিত কিছু ম্যাচ। ফাইনাল ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস-২ ও স্টার স্পোর্টস-২ এইচডি চ্যানেলে।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ম্যাচের অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।