সব থেকে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে ত্রিশতরানের বিশ্বরেকর্ড গড়ার হাতছানি ছিল কুমার কুশাগ্রর সামনে। যদিও ততদূর পৌঁছনো সম্ভব হয়নি তাঁর পক্ষে। তবে সব থেকে কম বয়সে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৫০ রানের গণ্ডি টপকানোর বিশ্বরেকর্ড গড়ে ফেলেন ঝাড়খণ্ডের নবাগত উইকেটকিপার ব্যাটসম্যান।
ইডেনে নাগাল্যান্ডের বিরুদ্ধে চলতি রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টারে প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন কুমার। তিনি ৩৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬৯ বলে ২৬৬ রান করে আউট হন। এমন অনবদ্য কীর্তির দিনে কুশাগ্রর বয়স ১৭ বছর ১৪১ দিন। এত কম বয়সে ক্রিকেট বিশ্বের আর কেউ ফার্স্ট ক্লাস ম্যাচের এক ইনিংসে ২৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
এই নিরিখে কুমার ভেঙে দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের রেকর্ড। পাক কিংবদন্তি ১৯৭৪-৭৫ মরশুমে করাচি হোয়াইটসের হয়ে ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তানের বিরুদ্ধে আড়াইশো রানের গণ্ডি টপকেছিলেন ১৭ বছর ৩১১ দিন বয়সে। তিনি সেই ইনিংসে ৩১১ রান করেছিলেন, যা সব থেকে কম বয়সে ফার্স্ট ক্লাস ম্যাচে ট্রিপল সেঞ্চুরির বিশ্বরেকর্ড।
ভারতীয়দের মধ্যে এতদিন এই রেকর্ড ছিল ঝাড়খণ্ডেরই ইশান কিষাণের দখলে। ২০১৬ সালে দিল্লির বিরুদ্ধে ইশান ২৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ১৮ বছর ১১১ দিন বয়সে। এবার সেই রেকর্ড নিজের দখলে নিলেন কুমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।