প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং দেখেই বোঝা গিয়েছিল যে, হোলকার স্টেডিয়ামের বাইশগজে উইকেট তুলতে হলে রীতিমতো ঘাম ঝরাতে হবে বোলারদের। পিচ ভাঙলে স্পিনাররা সাহায্য পেতে পারেন, তবে পেসারদের কাজ নিতান্ত সহজ হবে না।
স্বাভাবিকভাবেই সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদারের জোড়া শতরানের সুবাদে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালের প্রথম ইনিংসে বাংলা ৪৩৮ রানের বড়সড় পুঁজি সংগ্রহ করে নেয়। ঘরের মাঠে মধ্যপ্রদেশের ব্যাটসম্যানরাও পালটা লড়াই চালাবেন বলে মনে করা হচ্ছিল। তবে একা আকাশ দীপ রজত পরিদারদের হিসাবটায় গোলমাল পাকিয়ে দেন।
পিচ ও পরিস্থিতি নিতান্ত অনুকূল না হলেও ইন্দোরের বাইশগজে রীতিমতো আগুন ঝরান বাংলার তারকা পেসার। আকাশ দীপ একাই প্রতিপক্ষের পাঁচজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান।
এমনটা নয় যে, মধ্যপ্রদেশের ব্যাটসম্যানরা ভুল শটে আকাশকে উইকেট দিয়েছেন। বরং আকাশ দীপ মধ্যপ্রদেশের ব্যাটসম্যানদের পরাস্ত করেছেন প্রতিবার। ২ জন ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দেন আকাশ। ২ জন ব্যাটসম্যানকে উইকেটকিপারের দস্তানায় ধরা দিতে বাধ্য করেন তিনি। প্রথম ইনিংসে এমপি-র একজন ব্যাটসম্যানকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান আকাশ।
সব মিলিয়ে প্রথম ইনিংসে আকাশ দীপ ১৮ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৪২ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। মধ্যপ্রদেশ তাদের প্রথম ইনিংসে ১৭০ রানে অল-আউট হয়ে যায়। বাংলা প্রথম ইনিংসের নিরিখে ২৬৮ রানের বড়সড় লিড হাতে পেয়ে যায়।
প্রথম ইনিংসে আকাশ দীপের ৫ উইকেট:-
# ১৭.৩ ওভারে যশ দুবেকে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা দিতে বাধ্য করেন আকাশ।
# ৩১.৪ ওভারে রজত পতিদারকে বোল্ড করেন আকাশ।
# ৭১.৫ ওভারে সরাংশ জৈনের স্টাম্প ছিটকে দেন আকাশ দীপ।
# ৭১.৬ ওভারে কুমার কার্তিকেয়াকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান আকাশ।
# ৭৫.৫ ওভারে আবেশ খানকে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা দিতে বাধ্য করেন আকাশ।
চলতি রঞ্জি ট্রফিতে এই নিয়ে তিনবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন আকাশ দীপ। এর আগে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচের দুই ইনিংসেই ৫টি করে উইকেট দখল করেন তিনি। সার্বিকভাবে ফার্স্ট ক্লাস কেরিয়ারে এই নিয়ে মোট চারবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান আকাশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।