Ranji Trophy Bengal vs Haryana Day 4 Highlights: পেসারদের দাপটে হরিয়ানাকে চূর্ণ করল বাংলা। হরিয়ানাকে এক ইনিংস এবং ৫০ রানে হারিয়ে বোনাস পয়েন্ট পেয়ে গেলেন মনোজ তিওয়ারি, আকাশদীপরা। তার ফলে রঞ্জি ট্রফির এলিট ‘এ’ গ্রুপে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বাংলা। সেইসঙ্গে বাংলার কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেল। সেই বাংলা বনাম হরিয়ানা ম্যাচের চতুর্থ দিনের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
হরিয়ানাকে চূর্ণ করল বাংলা, ১ ম্যাচ বাকি থাকতেই উঠল রঞ্জির কোয়ার্টারে
হরিয়ানার বিরুদ্ধে জয়ের ফলে রঞ্জি ট্রফির এলিট ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল বাংলা। আপাতত বাংলার পয়েন্ট ৩২। এখন যা গ্রুপের অবস্থা, তাতে শেষ ম্যাচে বাংলা হেরে গেলেও উত্তরাখণ্ড ছাড়া কোনও দল টপকাতে পারবে না। আর যেহেতু প্রথম দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে, তাই বাংলার পরের রাউন্ডের টিকিট কনফার্ম হয়ে গেল।
বাংলার পেসারদের দাপট
এই মরশুমে দুর্দান্ত ছন্দে আছেন বাংলার পেসাররা। হরিয়ানার দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৬২ রানে তিন উইকেট নেন মুকেশ কুমার। ২০ ওভারে ৪২ রানে দুই উইকেট নেন ইশান পোড়েল। প্রথম ইনিংসে মুকেশ এক উইকেট পেয়েছিলেন। ইশান দুটি উইকেট পেয়েছিলেন।
ম্যাচের সেরা হলেন আকাশদীপ
ম্যাচের সেরা হলেন আকাশদীপ। প্রথম ইনিংসে ১৩ ওভারে ৬১ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ৫১ রানে পাঁচ উইকেট নেন। ম্যাচে পুরো ১০ উইকেট নিলেন।
হরিয়ানাকে চূর্ণ করল বাংলা
প্রথম ইনিংসে ৪১৯ রান তুলেছিল বাংলা। জবাবে ১৬৩ রানে অল-আউট হয়ে গিয়েছিল হরিয়ানা। ফলো-অন করিয়েছিল বাংলা। জবাবে ২০৬ রানে অল-আউট হয়ে যায় হরিয়ানা। এক ইনিংস ও ৫০ রানে জিতল বাংলা।
হরিয়ানাকে গুঁড়িয়ে দিল বাংলা, জিতল বোনাস পয়েন্ট নিয়ে
বোওওওওল্ড! একেবারে বোল্ড করে বাংলাকে জেতালেন আকাশদীপ। ইয়র্কারে স্টাম্প উড়িয়ে দেন। এক ইনিংস ও ৫০ রানে জিতল বাংলা।
সুযোগ তৈরি হচ্ছে, আসছে না উইকেট
দুর্দান্ত বোলিং, একাধিক সুযোগও তৈরি হচ্ছে। কিন্তু কোনওভাবে বেঁচে যাচ্ছে হরিয়ানা। কখনও দুর্দান্ত বল ব্যাটে লাগছে না। কখনও আবার ক্যাচ ফিল্ডারের আগে পড়ছে। আপাতত দ্বিতীয় ইনিংসে হরিয়ানার স্কোর নয় উইকেটে ২০১ রান। ৫৫ রানে পিছিয়ে আছে হরিয়ানা। বোনাস পয়েন্ট-সহ জিততে বাংলার চাই এক উইকেট।
এবার রঞ্জিতে এখনও পর্যন্ত বাংলার যাত্রা
প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে ছয় উইকেট হারিয়েছিল বাংলা। দ্বিতীয় ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ড্র করেছিল। তবে প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন পয়েন্ট পেয়েছিল বাংলা। নাগাল্যান্ডকে এক ইনিংস ও ১৬১ রানে হারিয়েছিল। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ড্র হয়েছিল। প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন পয়েন্ট পেয়েছিল বাংলা।
কোয়ার্টারের দোরগোড়ায় বাংলা
আজ বোনাস পয়েন্ট-সহ জিতলেই বাংলার কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত। কারণ আজ জিতলে রঞ্জি ট্রফির এলিট ‘এ’ গ্রুপে বাংলার পয়েন্ট হবে ৩২। যা টপকাতে পারবে একমাত্র উত্তরাখণ্ড। অর্থাৎ প্রথম দুই দলের মধ্যে থাকবে বাংলা।
১ উইকেট ফেললেই বোনাস নিয়ে জিতবে বাংলা
বোনাস-সহ জয়ের জন্য বাংলার আর এক উইকেট চাই। ৭৫ তম ওভারের শেষ বলে কিছুটা শর্ট বলে পড়ে আকাশদীপের বলটা অজিত চাহালের দিকে ধেয়ে আসে। ব্যাটে লেগে বল উড়ে যায় গালির দিকে। সহজ ক্যাচ সাবস্টিটিউট ফিল্ডার সুমন্ত গুপ্তার।
নয় উইকেট পড়ল হরিয়ানার
কোথায় যাবে হরিয়ানা? মুকেশ কুমার গেলে আসছেন আকাশদীপ। নবম উইকেট পড়ল হরিয়ানার। ৭৫ ওভারে হরিয়ানার স্কোর নয় উইকেটে ১৯০ রান।
দুর্দান্ত বল আকাশদীপের
উফ!!! অসাধারণ বল। ও হো! আকাশদীপের বলটা আন্তর্জাতিক ব্যাটার খেলতে গেলেও সমস্যায় পড়তেন। একেবারে ব্যাটারকে ঝাঁকিয়ে রেখে দিলেন আকাশদীপ। একটুর জন্য ব্যাটে চুমু খেল না বল। ৭৪.১ ওভারে হরিয়ানার স্কোর আট উইকেটে ১৮৯ রান। বাংলার পেসাররা এই মরশুমে স্বপ্নের ফর্মে আছেন।
শুরুতেই উইকেট পেল বাংলার, সামনে জয়
দিনের প্রথম উইকেট! অষ্টম উইকেট পড়ল হরিয়ানার। আউট সুমিত। ২৯ বলে ১৩ রানে আউট হয়ে গেলেন। সামনের দিকে বল মুকেশ কুমারের। ব্যাটের কাণায় বল লেগে দ্বিতীয় স্লিপের দিকে বল গেল। বাঁ-দিকে নীচু হয়ে ভালো ক্যাচ অভিমন্যুর। হরিয়ানার স্কোর আট উইকেটে ১৮৯ রান।
ম্যাচের কী অবস্থা?
বৃহস্পতিবার যখন তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল, তখন দ্বিতীয় ইনিংসে হরিয়ানার স্কোর ছিল সাত উইকেটে ১৭৭ রান। অর্থাৎ ৭৯ রানে পিছিয়ে ছিল হরিয়ানা। লাহলিতে প্রথম ইনিংসে ব্যাট করে ৪১৯ রান তোলে বাংলা। জবাবে মাত্র ১৬৩ রানেই অল-আউট হয়ে যায় হরিয়ানা। দ্বিতীয়বার ব্যাট করতে না নেমে ফলো-অনের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
৬৮ রানে পিছিয়ে হরিয়ানা
চতুর্থদিনের খেলা শুরু হয়ে গিয়েছে। ৭৩ ওভারে হরিয়ানার স্কোর সাত উইকেটে ১৮৮ রান। ফলো-অন করতে নেমে ৬৮ রানে পিছিয়ে আছে হরিয়ানা।
জয়ের দোরগোড়ায় বাংলা, আসবে বোনাস?
রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। লাহলির মাঠে জয়ের জন্য বাংলার চাই মাত্র তিন উইকেট। এখনও এগিয়ে আছে বাংলা। ৭৮ রানের মধ্যে যদি হরিয়ানাকে অল-আউট করে দিতে পারে বাংলা, তাহলে আসবে বোনাস পয়েন্টও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।