বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: বড় ব্যবধানে জয় গুজরাটের, রেলওয়েজকে হারাল মধ্যপ্রদেশ

Ranji Trophy: বড় ব্যবধানে জয় গুজরাটের, রেলওয়েজকে হারাল মধ্যপ্রদেশ

প্রিয়ঙ্ক পাঞ্চাল।

রঞ্জি ট্রফির ম্যাচে রেলওয়েজকে হারিয়ে মধ্যপ্রদেশের পয়েন্ট এখন ২০। এর পরেই রয়েছে গুজরাট। তাদের দখলে রয়েছে ১৪ পয়েন্ট। তারা আবার বড় ব্যবধানে হারিয়েছে চণ্ডীগড়কে। বিদর্ভের কাছে রয়েছে ১২পয়েন্ট।

শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের রঞ্জি ট্রফিতে বড় ব্যবধানে জয় পেল গুজরাট। এক ইনিংস এবং ৮৭ রানের বিরাট ব্যবধানে জয় পেল তারা। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ডি'র ম্যাচে চতুর্থ তথা শেষ দিনে এই জয় পেল গুজরাট। তারা হারিয়ে দিল চন্ডীগড়কে। পাশাপাশি এ দিন রেলওয়েজকে হারাল মধ্যপ্রদেশ।

আরও পড়ুন: ৫৯তম বারে অবশেষে Ranji Trophy-তে সৌরাষ্ট্র হারাল পৃথ্বী, সূর্যের মুম্বইকে

উল্লেখ্য, এ দিন দিনের খেলা ২৪৬ রানে পিছিয়ে থেকে শুরু করে চন্ডীগড়। তাঁদের স্কোর ছিল ৪৬ রানে দুই উইকেট। এর পর মাত্র ৭৫.৩ ওভারেই ২০৫ রানে অলআউট হয়ে যায় চন্ডীগড় দল। তাঁদের হয়ে সর্বোচ্চ রান করেন জগজিৎ সিং সান্ধু। তিনি দশ নম্বরে ব্যাট করতে নেমে করেন ৪৬ রান। খেলেন মাত্র ৪২ বল। গুজরাটের হয়ে বল হাতে ভালো পারফরম্যান্স করেন বাঁহাতি স্পিনার হার্দিক প্যাটেল। তিনি চারটি উইকেট নেন।

প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৫৯৬ রান করে ডিক্লেয়ার করেছিল গুজরাট। অধিনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল অনবদ্য দ্বিশতরান করেন। চন্ডীগড় প্রথম ইনিংসে ৩০৪ রান করেছিল।

আরও পড়ুন: ৮ বছর পরে ঘরের মাঠে রঞ্জিতে হার, ৮ উইকেট নিয়ে বিদর্ভের দুর্গ গুঁড়িয়ে দিলেন আবিদ

অন্য দিকে ইন্দোরে গত বারের চ্যাম্পিয়ন দল মধ্যপ্রদেশকে বেশ লড়াই করতে হয়। আবেশ খানের ২৫ বলে ৩০ রানের ইনিংসে ভর করে তারা হারিয়ে দেয় রেলওয়েজকে। জয়ের জন্য এ দিন ২১৫ রান তাড়া করতে নেমেছিল মধ্যপ্রদেশ। তাদের দুই ওপেনার প্রথম উইকেটে ৪৬ রান যোগ করেন। মধ্যপ্রদেশের হয়ে ধারাবাহিক ভাবে রান করা রজত পতিদার এ দিন মাত্র ১৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। হিমাংশু মিত্র ৪৫, সারাংশ জৈন ৩৬, অধিনায়ক অকসত রঘুবংশী ২৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। মধ্যপ্রদেশের এই জয়ের পরে পয়েন্ট সংখ্যা দাঁড়াল ২০। এর পরেই রয়েছে গুজরাট। তাদের দখলে রয়েছে ১৪ পয়েন্ট। বিদর্ভের কাছে রয়েছে ১২পয়েন্ট।

বন্ধ করুন