রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র দ্বিতীয়বার মুম্বইকে হারানোর স্বাদ পেল দিল্লি। শেষ ৪২ বছরে প্রথমবার মুম্বইয়ের সঙ্গে রঞ্জি ম্যাচে দিল্লি জিতল। শুধু তাই নয়, সেই জয়ের পর ফলে রঞ্জির কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে মুম্বইকে জোরদার ধাক্কা দিলেন নীতীশ রানারা।
শুক্রবার সকালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যখন মুম্বই নামে, তখন অজিঙ্কা রাহানেরা মাত্র ৯২ রানে এগিয়ে ছিলেন। হাতে ছিল এক উইকেট। তারইমধ্যে ৯৬ বলে অর্ধশতরান পূরণ করেন তনুশ কোটিয়ান। কিন্তু মুম্বইকে একা বেশিক্ষণ টানতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অল-আউট হয়ে যায় মুম্বই। রয়স্টন ডায়াসকে আউট করে দেন হৃতিক শওকিন। তার ফলে জয়ের জন্য মাত্র ৯৫ রান দরকার ছিল দিল্লির।
সেই রান তাড়া করতে নেমে দ্রুত শুরু করেন দিল্লির দুই ওপেনার অনুজ রাওয়াত এবং বৈভব শর্মা। প্রথম ওভারেই আট রান তুলে ফেলেন। তাঁদের দেখে মনে হচ্ছিল, ম্যাচটা পকেটে পুরে একেবারে মধ্যাহ্নভোজ সারতে চান। তিন বলে ১৪ রান কে ফেলেন অনুজ। তবে চতুর্থ বলে আউট হয়ে যান দিল্লির উইকেটকিপার। তারপর দিল্লির ইনিংসের হাল ধরেন হৃতিক ও বৈভব। দু'জনে দিল্লিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রানরেটও ভালো রাখছিলেন।
কিন্তু জয়ের জন্য দিল্লি যখন মাত্র চার দূরে ছিল, তখন ‘ফিনিশার’ হয়ে ওঠার বাসনায় জঘন্য কায়দায় উইকেট ছুড়ে দিয়ে আসেন বৈভব (৪৯ বলে ৩৬ রান)। বড় শট মারতে গিয়ে এতটাই বাইরে চলে গিয়েছিলেন যে মনে হচ্ছিল খেলা হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামে, বৈভব নয়াদিল্লি স্টেশনে চলে গিয়েছেন। সেই পরিস্থিতিতে ক্রিজে আসেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা নীতীশ। প্রথম বলেই ছক্কা মেরে দিল্লিকে এক স্মরণীয় জয় এনে দেন বাঁ-হাতি ব্যাটার। যা চলতি রঞ্জিতে দিল্লির প্রথম জয়ও বটে।
রঞ্জিতে দ্বিতীয়বার মুম্বইকে হারাল দিল্লি
ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফির দীর্ঘ ইতিহাসে মাত্র দ্বিতীয়বার মুম্বইকে হারিয়েছে দিল্লি। প্রথমবার ১৯৭৯-১৯৮০ মরশুমে মুম্বইকে হারিয়েছিল। সেইসময় মুম্বইয়ে খেলতেন সুনীল গাভাসকর। দিল্লিতে ছিলেন বিষেণ সিং বেদি। গাভাসকর-বেদির টক্করে ২৪০ রানে জয় পেয়েছিল দিল্লি। তারপর দ্বিতীয় জয়ের জন্য ৪২ বছর অপেক্ষা করতে হল।
জটিল হল মুম্বইয়ের অঙ্ক
দিল্লির বিরুদ্ধে হেরে গিয়ে রঞ্জির কোয়ার্টারে ওঠার রাস্তা কঠিন করে ফেলল মুম্বই। আপাতত গ্রুপে তৃতীয় স্থানে নেমে গিয়েছে। তবে এখনও সুযোগ আছে মুম্বইয়ের সামনে। ভার্চুয়াল নক-আউট হয়ে যাচ্ছে মহারাষ্ট্র-মুম্বই ম্যাচ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)