বাংলা বনাম হরিয়ানা ম্যাচে অ্যাডভান্টেজ বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৩৩৫/৬ রান। এখন দেখা দ্বিতীয় দিনে ম্যাচের গতি কোন দিকে যায়।
ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ
প্রথম দিনেও চালকের আসনে ছি বাংলা, দ্বিতীয় দিনেও চালকের আসনে রইল মনোজ তিওয়ারির। তবে প্রথম দিনে ম্যাচের নায়ক ছিলেন অনুষ্টুপ মজুমদার অন্যদিকে দ্বিতীয় দিনে ম্যাচের নায়ক হলেন আকাশ দীপ। এদিন তিনি শিকার করলেন হরিয়ানার পাঁচটি উইকেট। মাত্র ১০০ রানের মধ্যেই নয়টি উইকেট হারিয়েছিল হরিয়ানা। যার মধ্যে পাঁচ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ।
১৬৩ রানেই শেষ হরিয়ানা
১৬৩ রানেই শেষ হরিয়ানার ইনিংস। ১০০ রানে ৯ উইকেট হারানোর পরে শেষ উইকেটে ৬৩ রান তুলল হরিয়ানা। সুমিত ৭৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন, রান আউট হলেন অমন। ইনিংসে পাঁচ উইকেট নিলেন আকাশ দীপ। ইশান পোড়েল নিলেন ২টি উইকেট, একটি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামানিক। ২৬৩ রান পিছিয়ে রয়েছে হরিয়ানা। এর সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শেষ।
১৫০ টপকাল হরিয়ানা
১০ নম্বর উইকেটে ৫০ রানের পার্টনারশিপ করলেন সুমিত ও অমন। বিস্ফোরক ইনিংস খেলছেন সুমিত। সুমিত করেছেন ৫৯ রান ও অমনের সংগ্রহ চার রান।
৫০ করলেন সুমিত কুমার
অর্ধশতরান করলেন হরিয়ানার সুমিত কুমার। শেষ উইকেটে দারুণ খেলছে হরিয়ানা। ৪৮ ওভারে তাদের স্কোর ১৪৪/৯ রান। শেষ উইকেটে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছে সুমিত ও অমন কুমার।
৪৫ ওভার হরিয়ানার স্কোর ১১৯/৯
চাপের মধ্যে রয়েছে হরিয়ানা। মনোজ তিওয়ারিরাও হরিয়ানার আর একটা উইকেট তুলে নেওয়ার চেষ্টা করছে। শেষ উইকেটে ১৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন অমন আর সুমিত।
আবার আউট
ম্যাচে নিজের পঞ্চম উইকেট শিকার করলেন আকাশ দীপ। ১০০ রানে ৯ নম্বর উইকেট হারাল হরিয়ানা।
আউটটট
১৪ রানে আউট হলেন অমিত রানা। ৯৯ রানে ৮ নম্বর উইকেট হারাল হরিয়ানা। প্রদীপ্ত প্রামানিক আউট করলেন অমিতকে। ফলো অন এড়াতে হলে হরিয়ানার এখনও প্রয়োজন
ফের আউটটট
হার্ষাল প্যাটেলকে ফেরালেন ইশান পোড়েল। ৩ বলে ১ রান করে প্রামানিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হরিয়ানারা অধিনায়ক হার্ষাল প্যাটেল। হরিয়ানার স্কোর ৮২/৭ রান।
আউটটটট
হিমাংশু রানাকে আউট করে দিনের প্রথম উইকেট পেলেন মুকেশ কুমার। LBW আউট হলেন হিমাংশু। হরিয়ানার ষষ্ঠ উইকেটের পতন হয়েছে। ৮১ রানের মধ্যে ৬ উইকেট শিকার করল বাংলা।
৩৪ ওভার হরিয়ানার স্কোর ৭৯/৫
৩৪ ওভারের শেষে হরিয়ানার স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ৭৯ রান। চারটি উইকেট আকাশ দীপ শিকার করার পরে একটি উইকেট পেয়েছেন ইশান পোড়েল। রোহিত শর্মাকে ২ রানে আউট করেছিলেন পোড়েল।
হরিয়ানা ৩০ ওভারে ৬৯/৪
রানা ১৩ রান করে ক্রিজে রয়েছেন, রোহিত ১৭ বল খেলে ২ রান করে ক্রিজে রয়েছেন। ৬৯ রানে চার উইকেট হারিয়েছে হরিয়ানা। চারটি উইকেট শিকার করেছেন আকাশ দীপ।
ফের উইকেট নিলেন আকাশ দীপ
এদিনের ম্যাচে চতুর্থ উইকেট শিকার করলেন আকাশ দীপ। নিশান্ত সিন্ধুকে ৬ রানে ফেরালেন আকাশ। ২৫.২ ওভারে হরিয়ানার স্কোর ৫৩/৪ রান।
আবার আউট…
আবার সাফল্য পেলেন আকাশ দীপ। এবার চৈতন্য বিষ্ণোইকে ফেরালেন বাংলার বোলার। ৪৫ রানের মধ্যে নিজেদের তৃতীয় উইকেট হারাল হরিয়ানা। আকাশ দীপের তৃতীয় সাফল্য।
আবার উইকেট পেল বাংলা
দলের ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল হরিয়ানা। ২১.২ ওভারে অঙ্কিত কুমারকে ফেরালেন আকাশদ্বীপ। বাংলারে বোলার আকাশ দীপের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে আউট হলেন অঙ্কিত কুমার।
মাঠে নামলেন অঙ্কিত কুমার
যুবরাজ সিং আউট হওয়ার পরে মাঠে নামলেন হরিয়ানার ব্যাটার অঙ্কিত কুমার।
আউটটটট
৬০ বলে ১৪ রান করে আকাশ দীপের বলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন যুবরাজ। হরিয়ানার স্কোর ১৯.৫ ওভারে ৪২/১ রান।
১৮ ওভার হরিয়ানা ৩৯/০
যুবরাজ ৫৪ বলে ১১ রান ও বিষ্ণোই ৫৪ বলে ২৭ রান করে ক্রিজে রয়েছেন। অন্যদিকে মুকেশ কুমার ও ইশান পোড়েলকে রেস্ট দিয়ে দুই প্রান্ত থেকে বল করছেন আকাশ দীপ ও মনোজ তিওয়ারি।
১৩ ওভার হরিয়ানা ১৯/০
১৩ ওভারে ১৯ রান, খুব স্লো শুরু করল হরিয়ানা। যুবরাজ পাঁচ রান ও বিষ্ণোই ১৩ রান করে ক্রিজে রয়েছেন। ইশান ও মুকেশ এখনও পর্যন্ত বেশ কিছু মেডেন ওভার নিয়েছেন।
সহজ ক্যাচ মিসসসস
৫ রানে আউট হতে পারতেন যুবরাজ। ম্যাচের ১০.৫ ওভারে মুকেশ কুমারের বলে ক্যাচ তুলে ছিলেন হরিয়ানার যুবরাজ, কিন্তু সেই সহজ ক্যাচ ধরতে ব্যর্থ হন বাংলার ফিল্ডাররা। ফলে প্রথম উইকেট পেতে পেতেও পেল না বাংলা। এই সময়ে স্কোর বোর্ডে হরিয়ানার রান ছিল ১৯/০ রান।
৯ ওভার হরিয়ানা ১৮/০
এখনও হরিয়ানার উইকেট তুলতে পারল না বাংলা। মুকেশ কুমার, ইশান পোড়লরা হরিয়ানার রানের গতিকে ধরে রাখলেও এখনও উইকেট তুলতে সফল হয়নি। যুবরাজ করেছেন ২৫ বলে ৫ রান। বিষ্ণোই ২৯ বলে ১২ রান করে ক্রিজে রয়েছেন।
লাঞ্চের পরের খেলা শুরু
শুরু লাঞ্চের পরের খেলা, হরিয়ানার স্লো শুরু করেছে। তবে রানে গতি আনতে তৈরি যুবরাজ ও বিষ্ণোই।
লাঞ্চ ব্রেক- ৬ ওভার হরিয়ানা ৮/০
৬ ওভার শেষে হরিয়ানার স্কোর বিনা উইকেটে ৮ রান। ইশান পোড়েল ও মুকেশ কুমাররা দারুণ শুরু করেছেন। উইকেট না পেলেও হরিয়ানার রানে ব্রেক কষে রেখেছেন তাঁরা। যুবরাজের স্কোর ১ রান বিষ্ণোই করেছেন ৬ রান।
শুরু হল হরিয়ানার ইনিংস
প্রথম ইনিংসে বাংলা তুলেছে ৪১৯ রান। এবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামল হরিয়ানা। যুবরাজ ও বিষ্ণোই ব্যাট হাতে মাঠে নেমেছেন।
৪১৯ রানে শেষ বাংলার প্রথম ইনিংস
১১৩. ৪ ওভারে ৪১৯ রান তুলল বাংলা। হারাষাল প্যাটেল চারটি উইকেট নিল। অজিত তিনটি ও সুমিত ২টি উইকেট ও অমন একটি উইকেট নিল।
চারশো টপকাল বাংলা
১০৯তম ওভারে চার মেরে দলের চারশো রান টপকাল বাংলা। ইশান পোড়েল চার মেরে এই মাইলফলক স্পর্শ করলেন।
আউট আকাশদ্বীপ
২২ রান করে আউট হলেন আকাশদ্বীপ। বাংলার স্কোর ৩৮৯/৯ রান।
আউট অনুষ্টুপ
২৪৫ বলে ১৪৫ রান করে সুমিতের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন অনুষ্টুপ মজুমদার। ১০৩.১ ওভারে ভারতের স্কোর ৩৬০/৮ রান। মাঠে নেমেছেন মুকেশ কুমার।
আউট হলেন প্রদীপ্ত প্রামানিক
৩৭ রান করে অজিতের বলের LBW আউট হলেন প্রদীপ্ত প্রামানিক। ভারতের স্কোর ৩৫৪/৭ রান।
১০০ ওভার বাংলার স্কোর ৩৫৪/৬
ইনিংসের ১০০ ওভার শেষ হল। বাংলা স্কোর বোর্ডে তুলল ৩৫৪/৬ রান। অনুষ্টুপ মজুমদার ১৪০ রান ও প্রদীপ্ত প্রামানিক ৩৭ রান করে ক্রিজে রয়েছেন।
৩৫০ টপকাল বাংলা
৯৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলল বাংলা। অনুষ্টুপ মজুমদার ১৩৮ রান ও প্রদীপ্ত প্রামানিক ৩৬ রান করে ক্রিজে রয়েছেন।
শুরু হল দ্বিতীয় দিনের খেলা
হার্ষাল প্যাটেল বোলিং-এর শুরু করলেন। বড় ইনিংসের দিকে বাংলা। প্রামানিক দিনের প্রথম চারটি মারলেন। এখনও পর্যন্ত ৪৪টি চার মারল বাংলা।
HT বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত
বাংলা বনাম হরিয়ানা ম্যাচের প্রথম দিনে অ্যাডভান্টেজে রয়েছে বাংলা। অনুষ্টুপ মজুমদার অপরাজিত ১৩৭ রানে খেলছেন, প্রামানিক ২৩ রান করে ক্রিজে রয়েছেন। বলা যেতে পারে প্রথম দিনের খেলার পরে চালকের আসনে রয়েছে বাংলা। লাঞ্চের আগে চার উইকেট হারালেও পরে অনুষ্টুপের দুরন্ত ইনিংসে রক্ষা পেয়েছিল বাংলা। এখন দেখার হরিয়ানার সামনে বাংলা কত রানের লক্ষ্য দিতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।