বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy Day 1: ফ্লপ বিরাট, KKR তারকারা; শতরান MI-র প্লেয়ারের - রঞ্জিতে কোন তারকা কেমন খেললেন?

Ranji Trophy Day 1: ফ্লপ বিরাট, KKR তারকারা; শতরান MI-র প্লেয়ারের - রঞ্জিতে কোন তারকা কেমন খেললেন?

এন জগদীশন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Ranji Trophy Day 1: রঞ্জি ট্রফিতে আজ শতরান করেছেন রজত পতিদার, নেহাল ওয়াধেরা। তারইমধ্যে বল হাতে ঝড় তুলেছেন জয়দেব উনাদকাট। আটটি উইকেট নেন সৌরাষ্ট্রের তারকা।

আজ রঞ্জি ট্রফিতে একাধিক ম্যাচ ছিল। একাধিক তারকা মাঠে নামেন। কয়েকজন তারকা দারুণ খেলেছেন। আবার কয়েকজন ব্যর্থ হয়েছেন। আজ রঞ্জি ট্রফিতে কোন তারকা কেমন খেলেছেন, তা দেখে নিন -

১) রিয়ান পরাগ: মহারাষ্ট্রের বিরুদ্ধে ২১ বলে ২২ রান করেন অসমের তারকা। স্ট্রাইক রেট ১০৪.৭৬। দুটি চার মারেন এবং একটি ছক্কা মারেন পরাগ।

২) জয়দেব উনাদকাট: দিল্লির বিরুদ্ধে ১২ ওভারে ৩৯ রান দিয়ে আট উইকেট নেন সৌরাষ্ট্রের অধিনায়ক। প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন। দ্বিতীয় ওভারেই তাঁর উইকেটের সংখ্যা দাঁড়ায় পাঁচ।

৩) হৃতিক শওকিন: সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৯০ বলে ৬৮ রান করেন দিল্লির ক্রিকেটার। যিনি দুর্দশার মধ্যে দিল্লিকে কিছুটা রক্ষা করেন। দিল্লি যেখানে ১৩৩ রান তুলেছে, সেখানে ৫০ শতাংশের বেশি রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়।

৪) এন জগদীশন: ৩৭ বলে ২৩ রান করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নয়া খেলোয়াড়। মুম্বইয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে দুটি চার মারেন তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার।

৫) পৃথ্বী শ: তামিলনাড়ুর বিরুদ্ধে ৩৩ বলে ৩৫ রান করেন মুম্বইয়ের ওপেনার পৃথ্বী। স্ট্রাইক রেট ১০৬.০৬। ছ'টি চার মারেন।

৬) অজিঙ্কা রাহানে: তামিলনাড়ুর ৪৩ বলে ৪২ রান করেন মুম্বইয়ের অধিনায়ক। স্ট্রাইক রেট ছিল ৯৭.৬৭। সাতটি চার মারেন।

৭) যশস্বী জয়সওয়াল: আজ তামিলনাড়ুর বিরুদ্ধে কোনও রান করতে পারেননি মুম্বইয়ের ব্যাটার। তিন বল খেলে আউট হয়ে যান মুম্বইয়ের তারকা।

৮) সচিন বেবি: গোয়ার বিরুদ্ধে ১১৮ বলে ৪৬ রান করেন কেরলের ব্যাটার। একটি চার এবং দুটি ছক্কা মারেন।

৯) অর্জুন তেন্ডুলকর: কেরলের বিরুদ্ধে ১৪ ওভারে ৪৫ রান দেন গোয়ার বোলার তথা সচিন তেন্ডুলকরের পুত্র। একটি মেডেন দেন। কোনও উইকেট পাননি।

১০) অনুকূল রায়: ৩১ বলে ১৬ রান করেন ঝাড়খণ্ডের খেলোয়াড়। যা ঝাড়খণ্ডের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। রাজস্থানের বিরুদ্ধে তিন ওভারে ১৮ রান দেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুকূল। কোনও উইকেট পাননি তিনি।

আরও পড়ুন: Ranji Trophy 2023: রঞ্জি ট্রফির ৮৮ বছরের ইতিহাসে বিরল নজির উনাদকাটের, ৮ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিলেন দিল্লিকে

১১) কেএস ভরত: হায়দরাবাদের বিরুদ্ধে ১১ বলে পাঁচ রান নেন অন্ধ্রপ্রদেশের ভরত। যিনি ঋষভ পন্তের পরিবর্তে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন বলে একাধিক মহলে জল্পনা চলছে।

১২) বিষ্ণু সোলাঙ্কি: প্রথমদিনের শেষে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১৬৪ রানে অপরাজিত থাকেন বরোদার অধিনায়ক। ২৪৭ বলে সেই রান করেছেন। স্ট্রাইক রেট ৬৬.৪। ২৪ টি চার মেরেছেন।

১৩) বৈভব অরোরা: বরোদার বিরুদ্ধে ১৭ ওভারে ৭৮ রান খরচ করেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কোনও উইকেট পাননি তিনি।

১৪) বিরাট সিং: রাজস্থানের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ঝাড়খণ্ডের অধিনায়ক। ১১ বলে মাত্র এক রান করে আউট হয়ে যান।

১৫) নেহাল ওয়াধেরা: আইপিএলে সদ্য দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই নেহালই গুজরাটের বিরুদ্ধে অপরাজিত ১২০ রান করেছেন নেহাল। ২৩৪ বলে সেই রান করেছেন। স্ট্রাইক রেট ৫১.২৮। ১৬ টি চার মারেন। একটি ছক্কা মারেন পঞ্জাবের খেলোয়াড়।

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জিতে 'ওয়ান ডে' খেলতে গিয়ে উইকেট দিলেন পৃথ্বী, সেট হয়েও আউট রাহানে

১৬) বিভ্রান্ত সিং: রেলওয়েজে বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেছেন জম্মু ও কাশ্মীরের অল-রাউন্ডার। এক ওভারে ১৯ রান দেন।

১৭) রজত পতিদার: বিদর্ভের বিরুদ্ধে ১২১ রান করেন মধ্যপ্রদেশের ক্রিকেটার। ২৩৬ বলে সেই রান করেন। স্ট্রাইক রেট ৫১.২৭। ২০ টি চার মারেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র আগেই জেনে নিন ভোগের লাবড়া রান্নার সিক্রেট টিপস মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.