Saurashtra vs Delhi Ranji Trophy: সৌরাষ্ট্রের হয়ে দুরন্ত শতরান করেন অর্পিত বাসবদা ও হার্ভিক দেশাই। দিল্লির হয়ে ব্যাটে-বলে একা লড়াই চালান হৃত্বিক শোকিন।
1/6রাজকোটে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে দিল্লি প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অল-আউট হয়ে যায়। ৯ নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৬৮ রান করেন হৃত্বিক শোকিন। এছাড়া ৩৮ রান করেন শিবকান্ত বশিষ্ট। ক্যাপ্টেন যশ ধুল-সহ ৬ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। ছবি- এএনআই।
2/6জয়দেব উনাদকাট প্রথম ইনিংসে হ্যাটট্রিক সহ ৮ উইকেট দখল করেন। ১২ ওভার বল করে ১টি মেডেন-সহ ৩৯ রান খরচ করেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নেন চিরাগ জানি ও প্রেরক মানকড়। ছবি-পিটিআই।
3/6পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৫৭৪ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। অর্পিত বাসবদা ১৫২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া হার্ভিক দেশাই ১০৭, চিরাগ জানি ৭৫, সামর্থ ব্যাস ৫৪, প্রেরক মানকড় ৬৪ ও জয়দেব উনাদকাট ৭০ রান করেন। ছবি- পিটিআই।
4/6হৃত্বিক শোকিন দিল্লির হয়ে সব থেকে বেশি ৪টি উইকেট নেন। যদিও ২৪৪ রান খরচ করেন তিনি। এছাড়া কুলদীপ যাদব, ললিত যাদব ও আয়ুষ বাদোনি ১টি করে উইকেট দখল করেন। ছবি- আইপিএল।
5/6প্রথম ইনিংসের নিরিখে ৪৪১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে দিল্লি। তবে তারা দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অল-আউট হয়ে যায়। এক ইনিংস ও ২১৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে সৌরাষ্ট্র। আয়ুষ বাদোনি ৪০ ও হৃত্বিক শোকিন ৫১ রান করেন। ছবি- পিটিআই।
6/6সৌরাষ্ট্রের হয়ে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন যুবরাজসিং দদিয়া। ৫৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন পার্থ ভাট ও চিরাগ জানি। সৌরাষ্ট্র ম্যাচ থেকে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলে। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেওয়া জয়দেব উনাদকাট ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। ছবি- পিটিআই।