সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে সার্বিক পারফর্ম্যান্স খুব খারাপ না হলেও খুব বেশিদূর এগনো সম্ভব হয়নি বাংলার পক্ষে। এবার শুরু রঞ্জি ট্রফির লড়াই। ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বাংলা দলে পায়নি নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে। তিনি জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছেন। পরিবর্তে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারি। তাছাড়া চোটের জন্য ইডেনের প্রথম ম্যাচে বাংলার হয়ে মাঠে নামতে পারেননি নির্ভরযোগ্য পেসার মুকেশ কুমার। সুতরাং ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগের অন্যতম সেরা দুই স্তম্ভকে ছাড়াই রঞ্জি অভিযান শুরু করতে হয়েছে বাংলাকে।
দ্বিতীয় দিনের খেলা শেষ
প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ ১৯৮ রানে পৌঁছে পারে রিঙ্কু সিংয়ের ৭৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই। এবার দ্বিতীয় ইনিংসেও বাংলার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে সেই রিঙ্কু। দ্বিতীয় দিনে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৯ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। তারা দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলেছে। রিঙ্কু ৫৭ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন। তিনি ৬টি চার মেরেছেন। আকাশদীপ নাথ অপরাজিত থাকেন ৫৮ বলে ৪৭ রান করে। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। সুতরাং, উত্তরপ্রদেশের হাতে লিড রয়েছে ১৫১ রানের। দ্বিতীয় ইনিংসে ইশান পোড়েল ৪৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ৩০ রানে ১টি উইকেট নিয়েছেন আকাশ দীপ। ১২ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন সায়ন শেখর মণ্ডল। মাত্র ১ ওভার বল করে উইকেট পাননি শাহবাজ আহেমদ।
প্রতিরোধ গড়ছেন রিঙ্কু-আকাশদীপ
আকাশদীপ নাথকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন রিঙ্কু সিং। ২৯ ওভার শেষে উত্তরপ্রদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৮১ রান সংগ্রহ করেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ১১০ রানের। রিঙ্কু সিং ৩০ ও আকাশদীপ নাথ ২১ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল উত্তরপ্রদেশ
দ্বিতীয় ইনিংসে ২২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে উত্তরপ্রদেশ। ২৩ ওভার শেষে তাদের স্কোর ৪ উইকেটে ৬০ রান। রিঙ্কু সিং ২৩ রানে ব্যাট করছেন।
কৌশিককে ফেরালেন আকাশ দীপ
১৯.৬ ওভারে আকাশ দীপের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাধব কৌশিক। ৬৪ বলে ১৯ রান করেন তিনি। মারেন ২টি চার। উত্তরপ্রদেশ ৪০ রানে ৪ উইকেটে হারায়। ব্যাট করতে নামেন আকাশদীপ নাথ।
চায়ের বিরতি
প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানে এগিয়ে থাকা উত্তরপ্রদেশ দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৮ রান তুলেছে। ১৬ রানে ব্যাট করছেন মাধব কৌশিক। ১ রান করেছেন রিঙ্কু। ইউপির হাতে আপাতত ৫৭ রানের লিড রয়েছে।
করণ শর্মা আউট
১৩.১ ওভারে সায়ন শেখর মণ্ডলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন করণ শর্মা। ২৭ বলে ৫ রান করেন তিনি। উত্তরপ্রদেশ ২৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং।
টাইট বোলিং বাংলার
দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করে উত্তরপ্রদেশের স্কোর ২ উইকেটে ২০ রান। মাঝব কৌশিক ১১ ও করণ শর্মা ৩ রানে ব্যাট করছেন।
প্রিয়ম গর্গ আউট
৪.৩ ওভারে ইশান পোড়েলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন প্রিয়ম গর্গ। ৭ বল খেলেও খাতা খুলতে পারেননি প্রিয়ম। উত্তরপ্রদেশ ৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন করণ শর্মা।
সূর্যবংশী আউট
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল উত্তরপ্রদেশ। ২.২ ওভারে ইশান পোড়েলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সূর্যবংশী। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করেন তিনি। ৬ রানে ১ উইকেট হারায় ইউপি। মাধব কৌশিকের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন প্রিয়ম গর্গ।
প্রথম ইনিংসে অল-আউট বাংলা
৪৩.৩ ওভারে শিবম মাভির বলে আরাধ্যর দস্তানায় ধরা পড়েন আকাশ দীপ। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন তিনি। উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে ১৬৯ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানের লিড পেয়ে যায় ইউপি। মাভি ৫৫ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন।
ব্যাট চালাচ্ছেন আকাশ দীপ
৪১.২ ওভারে শিবম মাভির বলে ছক্কা হাঁকান দেন আকাশ দীপ। ৪২ ওভার শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ১৬০ রান। ২৩ বলে ৩২ রান করেছেন আকাশ। মেরেছেন ২টি চার ও ৩টি ছক্কা।
মনোজ তিওয়ারি আউট
৩৯.৬ ওভারে শিবম মাভির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মনোজ তিওয়ারি। ৭১ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলা ১৪৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল। শিবম মাভি প্রথম ইনিংসে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন।
লাঞ্চের বিরতি
আকাশ দীপ মাঠে নেমে নিজের খেলা প্রথম বলেই ছক্কা মারেন। ওভারের চতুর্থ বলে আরও একটি ছয় মারেন তিনি। ৩৭ ওভার শেষে বাংলার স্কোর ৮ উইকেটে ১৩১ রান। মনোজ তিওয়ারি ৬২ বলে ১৬ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ৫ বলে ১২ রান করেছেন আকাশ দীপ। তিনি ২টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে বাংলা প্রথম ইনিংসের নিরিখে ৬৭ রানে পিছিয়ে রয়েছে। শিবম মাভি ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন।
শাহবাজ আহমেদ আউট
৩৬.১ ওভারে শিবম শর্মার বলে প্রিয়ম গর্গের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। ১৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন শাহবাজ। তিনি ৪টি চার মারেন। বাংলা ১১৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ।
১০০ টপকাল বাংলা
৩২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। তাদের স্কোর ৭ উইকেটে ১০১ রান। মনোজ তিওয়ারি ১৬ ও শাহবাজ আহমেদ ৩ রানে ব্যাট করছেন।
অভিষেক পোড়েল আউট
৩০.৫ ওভারে আকিব খানের বলে রাজপুতের হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ২৩ বলে ৩৩ রান করেন তিনি। মারেন ৭টি চার। বাংলা ৯৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।
পরিস্থিতি সামলাচ্ছেন মনোজ-অভিষেক
৩০ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৬ উইকেটে ৯১ রান। ৪৯ বলে ১৫ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ৩টি চার মেরেছেন। অভিষেক পোড়েল ১৮ বলে ২৭ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন।
সায়ন শেখর আউট
২২.৫ ওভারে আকিব খানের বলে কৌশিকের হাতে ধরা পড়েন সায়ন শেখর মণ্ডল। ৪৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলা ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল।
৫০ টপকাল বাংলা
ইনিংসের ২২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। তাদের স্কোর ৫ উইকেটে ৫৫ রান। ২৪ বলে ৭ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ১টি চার মেরেছেন। ৪৩ বলে ২১ রান করেছেন সায়ন। তিনি ৪টি চার মেরেছেন। শিবম মাভি ১১ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।
প্রীতম আউট
১৩.৫ ওভারে শিবম মাভির বলে শিবম শর্মার হাতে ধরা পড়েন প্রীতম চক্রবর্তী। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১২ রান করেন তিনি। বাংলা দলগত ৩৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন মনোজ।
দ্বিতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনে প্রথম ওভার বল করতে আসেন শিবম মাভি। তৃতীয় বলে ১ রান সংগ্রহ করেন সায়ন শেখর মণ্ডল। ১২ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ৩০ রান।
প্রথম দিনের স্কোর
ইডেনে টস জিতে উত্তরপ্রদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। ইশান-প্রীতম-শাহবাজের ত্রিফলা আক্রমণে ইউপিকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল-আউট করে দেয় বাংলা। প্রিয়ম গর্গ ৫৩ ও রিঙ্কু সিং ৭৯ রান করেন। ইশান পোড়েল ৫টি, প্রীতম চক্রবর্তী ৩টি ও শাহবাজ আহমেদ ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে বাংলাও যদিও মোটেও স্বস্তিতে নেই। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ২৯ রান তুলে। সাজঘরে ফিরেছেন অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। ১২ রানে নট-আউট থাকেন প্রীতম। ৩টি উইকেট নেন শিবম মাভি।