বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: ছিটকে গেলেন ধুল, পূজারা, বাবারা, কোন কোন দল রঞ্জির কোয়ার্টারে উঠল?

Ranji Trophy: ছিটকে গেলেন ধুল, পূজারা, বাবারা, কোন কোন দল রঞ্জির কোয়ার্টারে উঠল?

ঝাড়খণ্ডকে প্রি-কোয়ার্টারে খেলতে হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

কোন গ্রুপ থেকে কোন দল কোয়ার্টারের টিকিট পেল, তা দেখে নিন?

তিন রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সাত দল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের টিকিট পেল। ছিটকে গেল যশ ধুলের দিল্লি, চেতেশ্বর পূজারার সৌরাষ্ট্র, বাবা অপরাজিতদের তামিলনাড়ু। দিল্লি এবং তামিলনাড়ুকে সরাসরি হারানো ঝাড়খণ্ডকে আবার প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে হবে। তাতে যে দল জিতবে, তারা কোয়ার্টারের টিকিট পাবে।

কোন গ্রুপ থেকে কোন দল কোয়ার্টারের টিকিট পেল, তা দেখে নিন -

১) এলিট গ্রুপ 'এ': মধ্যপ্রদেশ। ছিটকে গিয়েছে কেরালা, গুজরাত এবং মেঘালয়।

২) এলিট গ্রুপ 'বি': বাংলা। ছিটকে গিয়েছে হায়দরাবাদ, বরোদা এবং চণ্ডীগড়।

৩) এলিট গ্রুপ 'সি': কর্নাটক। ছিটকে গিয়েছে জম্মু ও কাশ্মীর, রেলওয়েজ এবং পুদুচেরি।

৪) এলিট গ্রুপ 'ডি': মুম্বই। ছিটকে গিয়েছে সৌরাষ্ট্র, ওড়িশা এবং গোয়া।

৫) এলিট গ্রুপ 'ই': উত্তরাখণ্ড। ছিটকে গিয়েছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং সার্ভিসেস।

৬) এলিট গ্রুপ 'এফ': পঞ্জাব। ছিটকে গিয়েছে হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং ত্রিপুরা।

৭) এলিট গ্রুপ 'জি': উত্তরপ্রদেশ। ছিটকে গিয়েছে মহারাষ্ট্র, বিদর্ভ এবং অসম।

৮) এলিট গ্রুপ 'এইচ': গ্রুপে শীর্ষে শেষ হয়েছে ঝাড়খণ্ড। ছিটকে গিয়েছে তামিলনাড়ু, দিল্লি এবং ছত্তিশগড়।

৯) প্লেট গ্রুপ: তিন রাউন্ডের শেষে গ্রুপ শীর্ষে আছে নাগাল্যান্ড। এলিট গ্রুপ 'এইচ'-এর শীর্ষ স্থানাধিকারী ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামবে উত্তর-পূর্ব ভারতের দল। আগামী ১২ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ হবে। যে দল জিতবে, সেই দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে। 

কবে থেকে শুরু হবে রঞ্জির কোয়ার্টার ফাইনাল?

আইপিএল শেষ হওয়ার পর আবারও শুরু হবে রঞ্জি ট্রফি। অর্থাৎ আগামী মে'র শেষ বা জুনের প্রথমে আট দলের কোয়ার্টার ফাইনাল শুরু হতে পারে। যদিও মে'র শেষে সম্ভাবনা কম। কারণ আইপিএল শেষ হওয়ার পর মে'তে হাতে বেশিদিন পড়ে থাকবে না।

বন্ধ করুন