বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলা, কোয়ার্টার ফাইনালের পথে মনোজদের সঙ্গী উত্তরাখণ্ড

Ranji Trophy: হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলা, কোয়ার্টার ফাইনালের পথে মনোজদের সঙ্গী উত্তরাখণ্ড

বাংলা দল। ছবি- সিএবি।

Ranji Trophy Elite Group-A Points Table: ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে একতরফাভাবে পরাজিত হয় বাংলা।  

ইডেনে ওড়িশার কাছে শেষ ম্যাচে একতরফা হারের পরেও বাংলার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আটকাল না। দ্বিতীয় স্থানে থাকা উত্তরাখণ্ড তাদের শেষ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে। ফলে বাংলাকে ছুঁয়ে ফেলা সম্ভব হয়নি তাদের পক্ষে।

বাংলা এলিট-এ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়া আগেই নিশ্চিত করেছিল। শেষ রাউন্ডের গ্রুপ ম্যাচের পরে দ্বিতীয় দল হিসেবে নক-আউটে যাওয়া নিশ্চিত করে উত্তরাখণ্ড।

বাংলা তাদের ৭টি গ্রুপ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে সরাসরি জয় তুলে নেয়। যার মধ্যে ২টি ম্যাচ ইনিংসের ব্যবধানে জিতে বোনাস পয়েন্ট সংগ্রহ করে নেন মনোজ তিওয়ারিরা। ২টি ড্র ম্যাচে প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে থাকে বাংলা। কেবল ১টি ম্যাচ হেরে গ্রুপ লিগের অভিযান শেষ করে তারা।

এলিট-এ গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. বাংলা: ম্যাচ-৭, জয়-৪, ড্র-২, হার-১, পয়েন্ট-৩২
২. উত্তরাখণ্ড: ম্যাচ-৭, জয়-৩, ড্র-৪, হার-০, পয়েন্ট-২৯
৩. হিমাচলপ্রদেশ: ম্যাচ-৭, জয়-২, ড্র-৪, হার-১, পয়েন্ট-২১
৪. বরোদা: ম্যাচ-৭, জয়-২, ড্র-৪, হার-১, পয়েন্ট-২১
৫. ওড়িশা: ম্যাচ-৭, জয়-১, ড্র-৪, হার-২, পয়েন্ট-১৪
৬. উত্তরপ্রদেশ: ম্যাচ-৭, জয়-১, ড্র-৪, হার-২, পয়েন্ট-১৩
৭. হরিয়ানা: ম্যাচ-৭, জয়-১, ড্র-৪, হার-২, পয়েন্ট-১৩
৮. নাগাল্যান্ড: ম্যাচ-৭, জয়-০, ড্র-২, হার-৫, পয়েন্ট-২

আরও পড়ুন:- Ranji Trophy: শেষ রাউন্ডে বাজিমাত অন্ধ্রর, রঞ্জি থেকে ছিটকে গেল ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই

বাংলার গ্রুপ লিগের ম্যাচগুলির ফলাফল:-
১. রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলা।

২. হিমাচলপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচ ড্র করে বাংলা। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট ঘরে তোলেন মনোজ তিওয়ারিরা।

৩. নাগাল্যান্ডকে তৃতীয় ম্যাচে এক ইনিংস ও ১৬১ রানে হারিয়ে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে বাংলা।

৪. উত্তরাখণ্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ ড্র করে বাংলা। যদিও প্রথম ইনিংসে এগিয়ে থেকে ম্যাচ থেকে মূল্যবান ৩ পয়েন্ট পকেটে পোরেন মনোজরা।

আরও পড়ুন:- Ranji Trophy: কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ঝাড়খণ্ড, দেখে নিন রঞ্জির শেষ আটের সূচি

৫. বরোদার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে ৭ উইকেট জয় তুলে নেয় বাংলা। সেই সুবাদে তারা ৬ পয়েন্ট ঘরে তোলে।

৬. ষষ্ঠ ম্যাচে হরিয়ানাকে এক ইনিংস ও ৫০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলা। ফলে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে ঢোকে মনোজদের।

৭. ওড়িশার বিরুদ্ধে লিগের সপ্তম তথা শেষ ম্য়াচ ৭ উইকেটে হেরে বসে বাংলা। সরাসরি পরাজিত হওয়ায় খালি হাতে মাঠ ছাড়তে হয় মনোজ তিওয়ারিদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন