বাংলা নিউজ > ময়দান > পেসারদের দাপটে রঞ্জির কোয়ার্টারে এগিয়ে বাংলা

পেসারদের দাপটে রঞ্জির কোয়ার্টারে এগিয়ে বাংলা

উচ্ছ্বাস বাংলার (ছবি সৌজন্য পিটিআই)

তিনটি করে উইকেট নেয় বাংলার পেসত্রয়ী। দুই ইনিংস মিলিয়ে বাংলা আপাতত ১৬১ রানে এগিয়ে রয়েছে।

দ্বিতীয় দিনের শেষে বাংলা কোচ অরুণ লাল বলেছিলেন, তাঁর দল গোটা ৫০ রান কম করেছে। কিন্তু কোচের সেই আক্ষেপ পুষিয়ে দিলেন বাংলার পেসাররা। তাঁদের দাপটে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮২ রানের লিড পায় বাংলা।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছে বাংলা। অভিমন্যু ঈশ্বরণ (৩০ রান) ও কৌশিক ঘোষ (৪১ রান) রান আউট হলেও ক্রিজে রয়েছেন অভিষেক রামন ও মনোজ তিওয়ারি। দিনের শেষে বাংলার স্কোর দু'উইকেটে ৭৯ রান। আপাতত ১৬১ রানে এগিয়ে মনোজ তিওয়ারিরা।

এর আগে সকালে চার উইকেটে ১৫১ রানে খেলতে নেমে ২৫০ রানে শেষ হয় ওড়িশার ইনিংস।তিনটি করে উইকেট নেয় বাংলার পেসত্রয়ী। ৭২ রান তিন উইকেট নেন ঈশান পোড়েল। সবথেকে সফল বাংলা বোলার অবশ্য নীলকান্ত দাস। তিনি ২১ ওভারে মাত্র ৪৩ রান খরচ করেন। অন্যদিকে মুকেশ কুমার ২৬ ওভার বল করে ৫১ রান দেন। একটি উইকেট পান শাহবাজ নাদিম।

বন্ধ করুন