বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: দুই ইনিংসেই সেঞ্চুরি হাতছাড়া রিয়ান পরাগের, ম্যাচ ড্র হলেও ৩ পয়েন্ট সৌরাষ্ট্রের

Ranji Trophy: দুই ইনিংসেই সেঞ্চুরি হাতছাড়া রিয়ান পরাগের, ম্যাচ ড্র হলেও ৩ পয়েন্ট সৌরাষ্ট্রের

সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকে অসম। ছবি- টুইটার।

Assam vs Saurashtra Ranji Trophy 2022-23: প্রথম ইনিংসে ৫ উইকেট চেতন সাকারিয়ার। জোড়া হাফ-সেঞ্চুরির পাশাপাশি রিয়ান বল হাতে ৪টি উইকেটও তুলে নেন। ঘরের মাঠে রঞ্জি অভিযানের শুরুতে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অসমকে।

ঘরের মাঠে রঞ্জি অভিযানের শুরুতে মাত্র ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল অসমকে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্য়াচ ড্র করে মাঠ ছাড়লেও প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়তে হয় রিয়ান পরাগদের। ফলে ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে নেন শেল্ডন জ্যাকসনরা।

উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাচের দুই ইনিংসেই দাপুটে ব্যাটিং করেন রিয়ান। তবে উভয় ইনিংসেই নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি।

গুয়াহাটিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অসম। তারা প্রথম ইনিংসে ২৮৬ রানে অল-আউট হয়ে যায়। রিয়ান পরাগ ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৭৬ রান করে আউট হন। এছাড়া ৯০ রান করেন রাহুল হাজারিকা। ৫টি উইকেট নেন চেতন সাকারিয়া।

আরও পড়ুন:- BENG vs UP Ranji Trophy: অভিজ্ঞ মনোজ-অনুষ্টুপের ব্যাটে ইডেনে লড়াকু জয় বাংলার

জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে ৪৯২ রান তোলে। জয় গোহিল ২২৭ ও হার্ভিক দেশাই ১০৮ রান করেন। শেল্ডন ৫ রানে আউট হন। ৪টি উইকেট নেন রিয়ান।

প্রথম ইনিংসের নিরিখে ২০৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে অসম। দ্বিতীয় ইনিংসে তারা ৬ উইকেটে ৩৬৬ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। রিয়ান ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৫০ বলে ৯৫ রান করে আউট হন। ৭৫ রান করেন শিবশঙ্কর রায়। ৩টি উইকেট নেন প্রেরক মানকড়।

আরও পড়ুন:- Ranji Trophy: উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচে বাংলার জয়ের ৫ কারিগর কারা? চোখ রাখুন পারফর্ম্যান্সে

সুতরাং ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১৭১ রান সংগ্রহ করেন রিয়ান। বল হাতে ৪টি উইকেটও নেন তিনি। পরাগের এমন অল-রাউন্ড পারফর্ম্যান্স সত্ত্বেও অসমের খাতায় যোগ হয় নামমাত্র পয়েন্ট।

বন্ধ করুন