বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ব্রাত্য সরফরাজের, কার্যত T20 খেললেন পৃথ্বী

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ব্রাত্য সরফরাজের, কার্যত T20 খেললেন পৃথ্বী

শতরানের পর উচ্ছ্বাস সরফরাজ খানের (ছবি সৌজন্যে টুইটার), টি-টোয়েন্টি ইনিংস পৃথ্বী শয়ের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Ranji Trophy: ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পর প্রথমবার রঞ্জি ট্রফিতে নেমেই শতরান করলেন সরফরাজ খান। ১৩৫ বলে শতরান পূরণ করেন মুম্বইয়ের মিডল অর্ডারের স্তম্ভ। তারপর আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন। হয়ত ভারতীয় নির্বাচকদের বলতে চাইছিলেন, 'দেখেছ তো!'

দুর্দান্ত খেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ মেলেনি। তা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিতে পিছপা হননি। তবে শুধু মুখেই নয়, ব্যাটেও নির্বাচকদের জবাব দিলেন সরফরাজ খান। ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পর প্রথমবার রঞ্জি ট্রফিতে নেমেই শতরান করলেন মুম্বইয়ের তারকা।

মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে যখন মাঠে নেমেছিলেন সরফরাজ, তখন যথেষ্ট চাপে ছিল মুম্বই। একটা সময় তো ১১০ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তবে অবিচল ছিলেন সরফরাজ। মিডল-লোয়ার অর্ডারের সঙ্গে জুটি বেঁধে মুম্বইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত ১৩৫ বলে শতরান পূরণ করেন মুম্বইয়ের মিডল অর্ডারের স্তম্ভ সরফরাজ।

আরও পড়ুন: বলেছিল বাংলাদেশ সফরে নেবে- সুযোগ না পেয়ে অকপট সরফরাজ

সেই সেঞ্চুরির পর সরফরাজ একেবারে  আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন। হেলমেট খুলে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেন। ডাগ-আউটের দিকে আঙুল দিয়ে কিছু বলতে চাইছিলেন না। হয়ত ভারতীয় নির্বাচকদের বলতে চাইছিলেন, 'দেখেছ তো!' যে সরফরাজ প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ম্যাচে ৩,৪৮০ রান করেছেন। গড় ৮২.৮৬। ন'টি অর্ধশতরান ও ১৩ টি শতরান হাঁকিয়েছেন। সর্বোচ্চ অপরাজিত ৩০১ রান করেছেন।

রঞ্জিতে সরফরাজের পারফরম্যান্স

১) ২০১৯-২০২০ সালের রঞ্জি ট্রফি: ছয় ম্যাচে ৯২৮ রান করেছিলেন। গড় ছিল ১৫৪.৭। দুটি অর্ধশতরান করেছিলেন। হাঁকিয়েছিলেন তিনটি শতরান। 

২) ২০২১-২০২২ সালের রঞ্জি ট্রফি: ছয় ম্যাচে ৯৮২ রান করেছিলেন। চারটি শতরান করেছিলেন সরফরাজ। সঙ্গে করেছিলেন দুটি অর্ধশতরান। গড় ছিল ১১২২.৮।

৩) ২০২২-২৩ সালের রঞ্জি ট্রফি: এবারের রঞ্জি ট্রফিতেও দারুণ ছন্দে আছেন সরফরাজ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পাঁচ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি। হায়দরাবাদের বিরুদ্ধে ১৬১ বলে অপরাজিত ১২৬ রান করেছিলেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২১ বলে ৭৫ রান করেছিলেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে ৪৫ বলে ২০ রান করেছিলেন। 

আরও পড়ুন: Ranji Trophy Haryana vs Bengal Live: অনুষ্টুপের সেঞ্চুরি, বাংলার স্কোর ২৫৫/৫

আবার তামিলনাড়ুর বিরুদ্ধে ২২০ বলে ১৬২ রান করেছিলেন মুম্বইয়ের তারকা। দ্বিতীয় ইনিংসে ২০ বলে অপরাজিত ১৫ রান করেছিলেন। অসমের বিরুদ্ধে ৩২ বলে ২৮ রান করেছিলেন সরফরাজ। তারপর আজ আবার দিল্লির বিরুদ্ধে শতরান করেছেন মুম্বইয়ের তারকা। যিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত এবারের রঞ্জিতে ছয় ম্যাচে ৫৩১ রান করেছেন সরফরাজ (দিল্লির বিরুদ্ধে ১০০ রান করা পর্যন্ত)। 

পৃথ্বীর 'টি-টোয়েন্টি'

মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে দারুণ শুরু করেন পৃথ্বী। কার্যত টি-টোয়েন্টির ঢঙে খেলতে থাকেন। ৩৫ বলে ৪০ রান করেন। স্ট্রাইক রেট ১১৪.২৯। ন'টি চার মারেন পৃথ্বী। যিনি ৫৩৭ দিন পর ভারতীয় দল ফিরে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.