চতুর্থ দিনের লাইভ ব্লগে আপনাদের স্বাগত। প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৮১ রান করল মধ্যপ্রদেশ। পাঁচ উইকেট নেন শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলার টপ অর্ডার ব্যর্থ। শুধুমাত্র রান পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন। ৩৫০ তাড়া করতে গিয়ে দিনের শেষে বাংলা ৯৬-৪। চতুর্থ দিনের সমস্ত আপডেট পড়ুন এই লাইভ ব্লগে।
17 Jun 2022, 05:09:05 PM IST
টানা বোলিং স্পিনারদের
৩৭ ওভারের মধ্যে ৩৫ ওভার করেছেন স্পিনাররা। তার মধ্যে কার্তিকেয় টানা ১৯ ওভার বল করে গিয়েছেন। এর ফলেই বাংলার ওপর চাপ তৈরি হয়েছে কারণ প্রতিটি বল খেলতে হয়েছে যেখান থেকে এসেছে গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে বাংলার বোলিংয়ের সময় পেসারদের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছিল। চতুর্থ দিনে স্পিনারদের একসঙ্গে বোলিং করানোর পরেই আসে কাঙ্খিত সাফল্য। এখানে কিছুটা হলেও রণনীতিতে ভুল ছিল বলে মনে করা হচ্ছে।
প্রথম ইনিংসে কার্তিকেয় তিনটি উইকেট নিয়েছিলেন। এবার এখনই তিনি তিনটি উইকেট নিয়েছেন। যেভাবে বল ঘুরছে তাতে শেষ দিনে উইকেটের সংখ্যা বাড়লে অবাক হওয়ার কোনও কারণ নেই।
17 Jun 2022, 05:04:06 PM IST
হতাশ করলেন বাংলার ব্যাটাররা
শাহবাজ ও প্রদীপ্ত বাংলাকে ম্যাচে ফেরানোর পর আশা ছিল ব্যাটারদের থেকে যে তারা সেই মোমেন্টামকে টেনে নিয়ে যাবেন। কিন্তু প্রথম বলেই অভিষেক রমন আউট হয়ে ছন্দ কেটে যায়। এরপর রিভার্স সুইপ করতে গিয়ে বিতর্কিত ভাবে আউট সুদীপ ঘরামি। একমাত্র অভিষেক পোরেলের ক্ষেত্রে বলটি বেশ ভালো ছিল। অত্যন্ত লুজ শট খেলে আউট হন মনোজ তিওয়ারি। সবমিলিয়ে চারটি উইকেট পড়লেও এমন নয় যে পিচের তাতে বিশেষ ভূমিকা আছে। কিছুটা নিজেদের অ্যাপ্লাই করতে না পারার কারণেই আউট হয়েছেন বাংলার প্লেয়াররা। তাই শনিবার বাংলার ক্রিকেটাররা বুঝেশুনে খেললে কাজ কঠিন হতে পারে মধ্যপ্রদেশের।