বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy Semifinal: ও মাঠে নামা মানে ‘কোর্স করলে চাকরি নিশ্চিত’, অরুণ লাল হদিশ দিলেন, কতটা নির্ভরযোগ্য শাহবাজ

Ranji Trophy Semifinal: ও মাঠে নামা মানে ‘কোর্স করলে চাকরি নিশ্চিত’, অরুণ লাল হদিশ দিলেন, কতটা নির্ভরযোগ্য শাহবাজ

দিনের শেষে মনোজ-শাহবাজের লড়াইকে কুর্নিশ বাংলা শিবিরের। ছবি- ফেসবুক (Subhomoy Das)।

‘লেজেন্ড’- একটি শব্দেই লড়াকু মনোজ তিওয়ারিকে যথাযথ বর্ণনা করলেন বাংলা কোচ।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে যেভাবে শাহবাজকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছেন মনোজ তিওয়ারি, তাতে তাঁর প্রশংসা না করে পারা যায় না। বাংলা কোচ অরুণ লাল একটি শব্দেই যথাযথ বর্ণনা করলেন তিওয়ারির হার না মানা লড়াইকে। সঙ্গে শাহবাজ আহমেদকেও দিলেন দরাজ সার্টিফিকেট।

মনোজকে কিংবদন্তি আখ্যা দিলেন বাংলা কোচ। মনে করিয়ে দিলেন, রঞ্জিতে বাংলার হয়ে মনোজের থেকে বেশি রান আর কেউ করেননি। সঙ্গে বুঝিয়ে দিলেন, শাহবাজের উপর কতটা চোখ বন্ধ করে ভরসা করে দল।

মধ্যপ্রদেশের ৩৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা একসময় ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে মনোজ-শাহবাজ জুটি বেঁধে দিনের শেষে বাংলাকে পৌঁছে দেন ৫ উইকেটে ১৯৭ রানে। মনোজ ৮৪ ও শাহবাজ ৭২ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন:- Ranji Trophy Live- মনোজ-শাহবাজের অনবদ্য লড়াই, ফের স্বপ্ন দেখছে বাংলা

দ্বিতীয় দিনের শেষে অরুণ লাল বলেন, ‘ওরা দু’জনেই (মনোজ ও শাহবাজ) অসাধারণ ক্রিকেটার। মনোজ একজন কিংবদন্তি। বাংলার হয়ে ওর থেকে বেশি রান আর কেউ করেনি। রানের প্রতি ওর ক্ষিদে দেখা গেল আরও একবার। চাপের মুখে ঘুর্ণি ডেলিভারি সামলানোর জন্য ও প্রস্তুত ছিল। ও অত্যন্ত স্কিলফুল। খেলাটা বোঝে এবং ডাকাবুকো সিদ্ধান্ত নিতে পারে।'

আরও পড়ুন:- Ranji Trophy Semifinal: রাজায়-রাজায় যুদ্ধ নয়, রঞ্জি ট্রফির সেমিফাইনালে জমে উঠেছে দুই মন্ত্রীর লড়াই

বাংলা কোচ আরও বলেন, ‘শাহবাজ অবিশ্বাস্য। ওর ধৈর্য্য অসাধারণ। ও মাঠে নামলে সাফল্য পাওয়া কার্যত নিশ্চিত। তবে লিড নিতে না পারলে সবকিছু ফিকে হয়ে দাঁড়াবে। সেমিফাইনাল ম্যাচে চাপ থাকবে, এটাই স্বাভাবিক। পিচে কিচ্ছু নেই। তা সত্ত্বেও মুকেশ ও আকাশ দারুণ বল করল।’

বন্ধ করুন