বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: মুছে গেল ৮৮-র ক্ষত, শাহবাজ, পোড়েলের অসামান্য ইনিংসে রঞ্জিতে ইতিহাস মনোজদের

Ranji Trophy: মুছে গেল ৮৮-র ক্ষত, শাহবাজ, পোড়েলের অসামান্য ইনিংসে রঞ্জিতে ইতিহাস মনোজদের

জয়ের উচ্ছ্বাস। (ছবি সৌজন্যে, ফেসবুক @CABCricket)

অভিষেকেই বাজিমাত অভিষেকের।

মুছে গেল ৮৮ রানে অলআউটের ক্ষত। শাহবাজ আহমেদ (অপরাজিত ৭১ রান) এবং অভিষেক পোড়েলের (অপরাজিত ৫৩ রান) অসামান্য ইনিংসের সৌজন্যে বরোদাকে চার উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু করল বাংলা। শুধু তাই নয়, ইতিহাসেও নাম উঠল অরুণ লালের ছেলেদের। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়লেন শাহবাজরা।  

এতদিন রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জয়ের নজির ছিল বাংলার। ২০১৮-১৯ মরশুমের দিল্লির বিরুদ্ধে সেই রান তুলে জিতেছিল বাংলা। এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন অভিমন্যু ঈশ্বরণরা। সেইসঙ্গে রঞ্জির ইতিহাসেও সার্বিকভাবে চতুর্থ ইনিংসে ৩৪৯ রানের বেশি তাড়া করে জয়ের নজির আছে হাতেগোনা কয়েকটি দলের।

এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে কটকে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। ইশান পোড়েলের চার উইকেট এবং মুকেশ কুমারের তিন উইকেটের সৌজন্যে প্রথম ইনিংসে ১৮১ রানে গুটিয়ে গিয়েছিল বরোদা। কিন্তু সেই সুবিধা নিতে পারেননি অভিমন্যুরা। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন তাঁরা। মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় বাংলা। ৯৩ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে যায় কেদার দেবধরের বরোদা। বাংলার সামনে ৩৪৯ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে। হাতে পর্যাপ্ত সময় থাকলেও প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং বিপর্যয়ের পর মনোজ তিওয়ারিদের উপর সেভাবে কেউ বাজি ধরেননি।

যদিও দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেন অরুণ লালের ছেলেরা। প্রথম উইকেটে ৮৯ রান যোগ করেন সুদীপ ঘরামি এবং অভিমন্যু। ৮০ বলে ২৭ রান করে আউট হন সুদীপ। এক রান পরেই আউট হয়ে যান ঋত্বিক চট্টোপাধ্যায়। দিনের শেষে বাংলার স্কোর দাঁড়ায় দুই উইকেটে ১৪৬ রান। জয়ের জন্য রবিবার বাংলার ২০৩ রান দরকার ছিল। সেজন্য অভিমন্যু ও অনুষ্টুপ মজুমদারকে বড় ইনিংস খেলতে হত। কিন্তু শুরুতেই ধাক্কা খায় বাংলা। দলের এক রান হতে না হতেই আউট হয়ে যান বাংলার অধিনায়ক। তিনি করেন ৭৯ রান। তারপর অনুষ্টুপ ও সুদীপ চট্টোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু এক রানের ব্যবধানে দু'জন আউট হয়ে যাওয়ায় প্রবল চাপে পড়ে যায় বাংলা। মনোজদের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ১৭৬ রান। সেখান থেকে বাংলার ইনিংসের হাল ধরেন মনোজ এনং শাহবাজ। কিন্তু সেট হয়েও ৩৭ রান করে আউট হয়ে যান মনোজ। 

বাংলার প্রাক্তন অধিনায়ক যখন আউট হন, তখনও জয়ের জন্য ১০৭ রান দরকার ছিল। হাতে ছিল চার উইকেট। কাজটা কঠিন হলেও অসম্ভব ছিল না। আর সেই কঠিন কাজটা সহজ করে তোলেন শাহবাজ এবং অভিষেক। দু'জনেই স্বাভাবিক ছন্দে খেলে যেতে থাকেন। কখনওই বরোদার বোলারদের মাথার উপর চেপে বসতে দেননি। বরং চাপে ফেলে দেন বরোদাকে। শেষপর্যন্ত চার উইকেটে জয় ছিনিয়ে নেন শাহবাজ এবং অভিষেক। সপ্তম উইকেটে ১৩৪ বলে ১০৮ রান যোগ করেন তাঁরা। ১০০ বলে ৭১ রানে অপরাজিত থাকেন শাহবাজ। অর্ধশতরান করেন অভিষেকও। যে অভিষেক রঞ্জি অভিষেকেই নিজের জাত চিনিয়ে দিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘খ্যাঁকখ্যাঁক করে…’,শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা, পালটা মানালি গবাদি পশুও সন্তান! অপহৃত মেয়ে ও গৃহপালিত প্রাণীদের ফিরে পেতে হাইকোর্টে মা ‘ধর্ম যার যার উৎসব সবার’ মমতার সুর লকেটের মুখে, ‘রাম BJP-র একার নয়’ বললেন রচনা জোরহাট লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুন করল ফৈয়জ, সুতপা হত্যার ছায়া

Latest IPL News

কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.