সীমিত ওভারের ক্রিকেটের আবহ ছেড়ে বেরোতে পারেননি সূর্যকুমার যাদব। রঞ্জিতে ফের ব্যাট হাতে ঝড় তোলেন মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান। আসলে ক্রিকেটের তিন ফর্ম্যাটই যে তাঁর কাছে কার্যত সমান, সেটা আরও একবার প্রমাণ করলেন যাদব। যদিও চার-ছক্কায় আতশীয় ইনিংসে খেলার চেষ্টায় ফের ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন তিনি।
হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৯০ রান করে আউট হন সূর্যকুমার। এবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ফের নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ৯৫ রান করে আউট হয়ে বসেন সূর্য। সুতরাং, রঞ্জির পরপর ২টি ইনিংসে ব্যক্তিগত শতরান মাঠে ফেলে আসেন যাদব।
সূর্যকুমারের পাশাপাশি হাফ-সেঞ্চুরি করেন সরফরাজ খান। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২১ বলে ৭৫ রান করে মাঠ ছাড়েন। দুই তারকার অনবদ্য ব্যাটিং সত্ত্বেও মুম্বই প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়ে সৌরাষ্ট্রের কাছে।
আরও পড়ুন:- Ranji Trophy: অল্পের জন্য ১০ উইকেট নেওয়া হল না দীপকের, ৪৯ রানে বান্ডিল ধাওয়ানরা
ক্যাপ্টেন রাহানে মাত্র ২৪ রান করে সাজঘরে ফেরেন। পৃথ্বী শ ৪ ও যশস্বী জসওয়াল ২ রানে আউট হয়েছিলেন প্রথম দিনেই। মুশীর খান ১২, শামস মুলানি ৯, হার্দিক তামোরে ২, শশাঙ্ক ১ ও তুষার দেশপান্ডে ২ রান করেন। সৌরাষ্ট্রের ২৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৩০ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৫৯ রানে পিছিয়ে পড়ে মুম্বই।
সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ৭০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। ৪৩ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন যুবরাজসিং দদিয়া। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন চেতন সাকারিয়া ও চিরাগ জানি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ১২০ রান সংগ্রহ করে। সুতরাং, আপাতত তারা এগিয়ে রয়েছে ১৭৯ রানে। জয় গোহিল ১৫, চিরাগ জানি ১৮, শেল্ডন জ্যাকসন ১১, অর্পিত বাসবদা ১২ ও সামর্থ ব্যাস ১৫ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি হার্ভিক দেশাই। প্রেরক মানকড় ২৫ ও ধর্মেন্দ্রসিং জাদেজা ২৪ রানে নট-আউট থাকেন। শামস মুলানি ৫০ রানে ৪টি উইকেট নিয়েছেন। ৩৩ রানে ২টি উইকেট নেন তুষার দেশপান্ডে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।