বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: দুরন্ত শতরান কোহলির, ছন্দে KKR-র রিঙ্কু, ফ্লপ পূজারা - রঞ্জিতে কে কেমন খেললেন?

Ranji Trophy: দুরন্ত শতরান কোহলির, ছন্দে KKR-র রিঙ্কু, ফ্লপ পূজারা - রঞ্জিতে কে কেমন খেললেন?

শতরানের উচ্ছ্বাস দিল্লির ব্যাটার বৈভব রাওয়ালের। (ছবি সৌজন্যে পিটিআই)

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে নয়া রাউন্ডের ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা, নীতীশ রানার মতো তারকারা। রান পেলেন রিঙ্কু, বিরাট, কোহলিরা। দ্বিতীয় দিনে কে কেমন খেললেন, তা দেখে নিন।

মঙ্গলবার রঞ্জি ট্রফিতে ছন্দে থাকলেন তরুবর কোহলি, রিঙ্কু সিংয়ের মতো খেলোয়াড়রা। আবার ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা, নীতীশ রানার মতো তারকারা। রঞ্জি ট্রফির নয়া রাউন্ডের দ্বিতীয় দিনে কে কেমন খেললেন, তা দেখে নিন -

১) বৈভব অরোরা: নাগাল্যান্ডের বিরুদ্ধে কোনও উইকেট পাননি হিমাচল প্রদেশের পেসার। ১৪ ওভার বল করে ৩৬ রান খরচ করেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলোয়াড়। যিনি ব্যাট হাতে ছয় বলে এক রান করেন।

২) রিঙ্কু সিং: গত ম্যাচের ব্যর্থতার পর আবার ছন্দে ফিরলেন কেকেআরের তারকা। ওড়িশার বিরুদ্ধে ১১৫ বলে অপরাজিত ৭৩ রানে খেলছেন। সাতটি চার এবং একটি ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেট ৬৩.৪৮।

৩) প্রিয়ম গর্গ: ওড়িশার বিরুদ্ধে ১৮৫ বলে ১২২ রান করেছেন উত্তরপ্রদেশের ব্যাটার। ১৫ টি চার মেরেছেন। স্ট্রাইক রেট ৬৫.৯৫।

৪) চেতেশ্বর পূজারা: অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রান পেলেন না সৌরাষ্ট্র তথা ভারতীয় দলের তারকা চেতেশ্বর পূজারা। সাত বলে পাঁচ রানে আউট হয়ে যান।

৫) জয়দেব উনাদকাট: অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ভালো বল করলেও বেশি উইকেট পাননি সৌরাষ্ট্রের অধিনায়ক। ২৪ ওভারে ৩৬ রান দিয়ে এক উইকেট পান উনাদকাট।

৬) রিয়ান পরাগ: তামিলনাড়ুর বিরুদ্ধে চার উইকেট নেন অসমের অল-রাউন্ডার। ২৮.৩ ওভারে ১০১ রান খরচ করেন। ব্যাট হাতেও ভালো খেলেছেন। ৭৮ বলে ৪৮ রান করেছেন। মেরেছেন ন'টি চার।

৭) নীতীশ রানা: মুম্বইয়ের বিরুদ্ধে ফ্লপ হলেন দিল্লি তথা কেকেআরের রানা। ২৮ বলে ১১ রান করে আউট হয়ে যান। তুষার দেশপান্ডের বলে আউট হন।

৮) বৈভব রাওয়াল: মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন দিল্লির ব্যাটার। ১৯৫ বলে ১১৪ রানের ইনিংস খেলেন। মারেন ১৬ টি চার।

আরও পড়ুন: Ranji Trophy Haryana vs Bengal: ১৬৩ শেষ হরিয়ানার ইনিংস, আকাশ দীপের শিকার ৫ উইকেট

৯) প্রদোষরঞ্জন পাল: অসমের বিরুদ্ধে ২১২ বলে ১৫৩ রান করেন তামিলনাড়ুর খেলোয়াড়। ১৬ টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস।

১০) অজয় মণ্ডল: রাজস্থানের বিরুদ্ধে ৭৪ বলে ৪৮ রান করেছেন ছত্তিশগড়ের খেলোয়াড়। যে খেলোয়াড়কে আইপিএলেক মিনি নিলামে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ছত্তিশগড়ের যেখানে নয় উইকেটে ১৯৮ রানে ধুঁকছে, সেখানে অজয়ের রানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

১১) অনুকূল রায়: পুদুচেরির বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন ঝাড়খণ্ডের খেলোয়াড়। যিনি কেকেআরের হয়ে খেলেন। ২২.৪ ওভারে ৭৮ রান খরচ করেছেন।

১২) বিরাট সিং: পুদুচেরির বিরুদ্ধে দিনের শেষে ৭৯ রানে অপরাজিত আছেন ঝাড়খণ্ডের অধিনায়ক। ন'টি চার এবং দুটি ছক্কা মেরেছেন।

১৩) মায়াঙ্ক আগরওয়াল: কেরলের বিরুদ্ধে শতরানের দোরগাড়ায় কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। ১৫৯ বলে ৮৭ রানে খেলছেন। মেরেছেন চারটি চার এবং তিনটি চক্কা।

১৪) দেবদূত পাডিক্কাল: অধিনায়ক মায়াঙ্ক ভালো খেললেও কেরলের বিরুদ্ধে বড় রান পাননি কর্ণাটকের পাডিক্কাল। ৫৭ বলে ২৯ রান করে আউট হয়ে গিয়েছেন।

১৫) যশ দুবে: পঞ্জাবের বিরুদ্ধে মধ্যপ্রদেশ যেখানে ১৫০ রানে ছয় উইকেটে হারিয়ে ধুঁকছে, সেখানে ওপেনিংয়ে নেমে ৯২ বলে ৫০ রান করেন যশ।

১৬) আবেশ খান: পঞ্জাবের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেননি মধ্যপ্রদেশের পেসার। ২৫ ওভারে ১০৬ রান দিয়ে মাত্র দুটি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৪.২৪।

আরও পড়ুন: জীবনে কোনও টার্গেট নেই, শুধু রান বানাতে চাই- দলে না সুযোগ পেয়ে দার্শনিক সরফরাজ

১৭) আর্শদীপ সিং: মধ্যপ্রদেশের বিরদ্ধে কোনও উইকেট পাননি। তবে ভালো বল করেছেন আর্শদীপ। নয় ওভারে ২৩ রান দিয়েছেন।

১৮) মনন ভোরা: রেলওয়েজের বিরুদ্ধে অপরাজিত ১১৩ রান করেছেন চণ্ডীগড়ের অধিনায়ক। ১৬ টি চার মেরেছেন।

১৯) বিভ্রান্ত শর্মা: ত্রিপুরার বিরুদ্ধে ১২২ বলে ৫৫ রান করেন জম্মু ও কাশ্মীরের ব্যাটার। স্ট্রাইক রেট ৪৫.০৮। আটটি চার মারেন।

২০) তরুবর কোহলি: অরুণাচল প্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন মিজোরামের অধিনায়ক। ২২৩ বলে ১৪৪ রান করেন কোহলি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.