বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: ব্যাট হাতে ত্রিপুরাকে নির্ভরতা দিলেন বাংলা ছেড়ে যাওয়া দুই তারকা ঋদ্ধিমান-সুদীপ

Ranji Trophy: ব্যাট হাতে ত্রিপুরাকে নির্ভরতা দিলেন বাংলা ছেড়ে যাওয়া দুই তারকা ঋদ্ধিমান-সুদীপ

ঋদ্ধিমান সাহা। ছবি- বিসিসিআই।

Tripura vs Vidarbha Ranji Trophy: বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টপাধ্যায়। প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে যায় ত্রিপুরা।

রঞ্জি অভিযানের শুরুতেই গুজরাটের কাছ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ত্রিপুরা। এবার বিদর্ভের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচেও প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে গেলেন ঋদ্ধিমান সাহারা। অর্থাৎ, সরাসরি হেরে না বসলে এই ম্যাচ থেকেও ৩ পয়েন্ট পাকা ত্রিপুরার।

গুজরাট ম্যাচে দলের পারফর্ম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সুদীপ চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহা। সুদীপ সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫৮ রান করেন। ঋদ্ধি করেছিলেন ৩৭ রান। এবার বিদর্ভের বিরুদ্ধেও ব্যাট হাতে ত্রিপুরাকে নির্ভরতা দেন বাংলা ছেড়ে যাওয়া দুই তারকা।

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হোম টিম। প্রথম ইনিংসে ২৬৪ রানে অল-আউট হয়ে যায় বিদর্ভ। অর্থব ৫৩, অক্ষয় ৪৩, অপূর্ব ৪৭ ও আদিত্য ৩৫ রান করেন। ৭৪ রানে ৬টি উইকেট নেন ত্রিপুরার অজয় সরকার।

আরও পড়ুন:- Ranji Trophy: ২ রানে ৪ উইকেট, সঙ্গে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি, ব্যাটে-বলে চোখ ধাঁধালেন কোহলি

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। অর্থাৎ, এখনই প্রথম ইনিংসের নিরিখে ২৬ রানে এগিয়ে রয়েছে ত্রিপুরা।

আরও পড়ুন:- Ranji Trophy: কেরিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি রাহানের, অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরবেন অজিঙ্কা?

সুদীপ চট্টোপাধ্যায় ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। ১৮৩ বলের জমাট ইনিংসে তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন ঋদ্ধিমান সাহা আউট হন ৬৬ রান করে। ৯৯ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। এছাড়া বিশাল ঘোষ ৪৮, শ্রীদাম পাল ৪৭ ও বিক্রম কুমার দাস ২৬ রানের যোগদান রাখেন। ৩৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন যশ ঠাকুর। ২টি উইকেট নেন আদিত্য সারওয়াটে।

বন্ধ করুন