বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: ঋদ্ধিমান-সুদীপের জোড়া শতরান, বাংলা ছেড়ে যাওয়া দুই তারকা ৩ পয়েন্ট এনে দিলেন ত্রিপুরাকে

Ranji Trophy: ঋদ্ধিমান-সুদীপের জোড়া শতরান, বাংলা ছেড়ে যাওয়া দুই তারকা ৩ পয়েন্ট এনে দিলেন ত্রিপুরাকে

ঋদ্ধিমান সাহা। (ফাইল ছবি, সৌজন্যে বিসিসিআই)

Tripura vs Punjab Ranji Trophy 2022-23: ঋদ্ধিমান-সুদীপের চওড়া ব্যাটে ভর করে শক্তিশালী পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেয় ত্রিপুরা।

গুজরাটের বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তোলে ত্রিপুরা। বিদর্ভের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসের নিরিখে লিড নিয়েও হারতে হয় তাদের। এবার শক্তিশালী পঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল ঋদ্ধিমান সাহার দল। ক্যাপ্টেন ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন দলকে।

পঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে নট-আউট থাকেন ঋদ্ধিমান। সেঞ্চুরি করেন বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দেওয়া আরও এক তারকা সুদীপ চট্টোপাধ্যায়ও। বাংলার দুই তারকাই পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে যেতে সাহায্য করেন ত্রিপুরাকে।

আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে উভয় দলের একটি করে ইনিংসই সম্পন্ন হয়। টস জিতে ত্রিপুরা শুরুতে ব্যাট করতে পাঠায় পঞ্জাবকে। প্রথম দিনে খেলা হয় মোটে ১৭ ওভার। দ্বিতীয় দিনে পঞ্জাব তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অল-আউট হয়ে যায়।

অভিষেক শর্মা ১৪, প্রভসিমরন সিং ৫৫, নমন ধির ৮, মনদীপ সিং ৪১, সনবীর সিং ১৪, আনমোল মালহোত্রা ৩৩, সিদ্ধার্থ কউল ৫, বিনয় চৌধরী ৯, বলজেত সিং ২ ও গুরনূর ব্রার অপরাজিত ২ রান করেন। খাতা খুলতে পারেননি রমনদীপ সিং।

আরও পড়ুন:- প্রবল গতিতে ঘুরতে ঘুরতে ডিভাইডারে ধাক্কা খেল ঋষভ পন্তের গাড়ি, সামনে এল দুর্ঘটনার CCTV ফুটেজ

ত্রিপুরার হয়ে মনিশঙ্কর মুরাসিং ৪৮ রানের বিনিময়ে ৫টি উইকেট সংগ্রহ করেন। ২টি করে উইকেট নেন অভিজিৎ সরকার ও অজয় সরকার। দীপক খাত্রি নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা তৃতীয় দিনের শেষে ৪ উইকেটে ১৮৪ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে চতুর্থ দিনে ত্রিপুরা নতুন করে কোনও উইকেট হারায়নি। তারা ৪ উইকেটে ৩২২ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার-জিতের ফয়সলা হওয়া সম্ভব নয় বুঝেই দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষিত হয়।

আরও পড়ুন:- কীভাবে ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা? পুলিশকে নিজেই জানিয়েছেন ঋষভ পন্ত, চোট কতটা গুরুতর?

সুদীপ চট্টোপাধ্যায় ১১২ রানে অপরাজিত থাকেন। ২৮৭ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। ক্যাপ্টেন ঋদ্ধি অপরাজিত থাকেন ১০১ রান করে। ২০৪ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া শ্রীদাম পাল ৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৫৫ রানের যোগদান রাখেন। ২৬ রান করেন বিশাল ঘোষ।

পঞ্জাবের হয়ে ২টি উইকেট নেন বিনয়। ১টি করে উইকেট দখল করেন সিদ্ধার্থ ও বলতেজ। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে ত্রিপুরা। ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় পঞ্জাবকে।

বন্ধ করুন