বাংলা নিউজ > ময়দান > ১৪ দিন পরেই ফিরে পেলেন সিংহাসন, ফের বিশ্ব এক নম্বর হলেন জোকোভিচ

১৪ দিন পরেই ফিরে পেলেন সিংহাসন, ফের বিশ্ব এক নম্বর হলেন জোকোভিচ

নোভাক জকোভিচ (ছবি-এএফপি)

সম্প্রতি মিয়ামি ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছেন আলকারাজ। আর এর ফলেই শীর্ষে উঠে এসেছেন নোভাক জকোভিচ। প্রসঙ্গত এর ফলে নয়া নজিরও গড়েছেন নোভাক। ৩৮০ সপ্তাহ বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকার নজির গড়েছেন তিনি।

শুভব্রত মুখার্জি: সোমবারেই প্রকাশ পেয়েছে এটিপির নয়া ক্রমতালিকা। আর নয়া ক্রমতালিকাতে এক নম্বরে ফের ফিরে এসেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। মাত্র ১৪ দিন শীর্ষস্থান থেকে দূরে থাকার পরে ফের শীর্ষে উঠে। এসেছেন তিনি। স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজকে সরিয়ে শীর্ষে উঠেছেন তিনি। করোনার ভ্যাকসিন না নেওয়ার কারণে আমেরিকাতে বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলতে পারেননি নোভাক জকোভিচ। সেই কারণে এক নম্বর থেকে সরে যেতে হয়েছিল তাঁকে।ইন্ডিয়ান ওয়েলসে ট্রফি জিতে নোভাকের থেকে এই এক নম্বর জায়গা ছিনিয়ে নিয়েছিলেন কার্লোস আলকারাজ। এবার ১৪ দিন বাদে সেই জায়গা পুনঃরুদ্ধার করলেন তিনি

সম্প্রতি মিয়ামি ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছেন আলকারাজ। আর এর ফলেই শীর্ষে উঠে এসেছেন নোভাক জকোভিচ। প্রসঙ্গত এর ফলে নয়া নজিরও গড়েছেন নোভাক। ৩৮০ সপ্তাহ বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকার নজির গড়েছেন তিনি। এই মুহূর্তে কার্লোস আলকারাজের তুলনায় ৩৮০ পয়েন্টে এগিয়ে রয়েছেন নোভাক। তিন নম্বরে রয়েছেন গ্রিসের স্টেফানোস সিতসিপাস‌‌‌। ক্রমতালিকায় এক এবং দুই নম্বরের তুলনায় তিনি পিছিয়ে রয়েছেন ১০০০ পয়েন্টে। ইয়ানিক সিনারকে হারিয়ে মিয়ামি ওপেন জিতেছেন ড্যানিল মেডভেডেভ‌‌‌। আর এই জয়ের ফলেই চার নম্বরে উঠে এসেছেন তিনি।

দু-ধাপ উপরে উঠে সিনার রয়েছেন নয় নম্বরে। এর ফলে টেনিস তারকা তাঁর কেরিয়ার সেরা র‍্যাঙ্কিংকে স্পর্শ করেছেন। মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে সবথেকে বেশি উপকৃত হয়েছেন আমেরিকার ক্রিস্টোফার ইউ ব্যাঙ্কস। তিনি ৩৪ ধাপ উঠেছেন ক্রমতালিকায়। ফলে প্রথম ১০০'তে প্রবেশ করেছেন তিনি। এই মুহূর্তে তাঁর র‍্যাঙ্কিং ৮৫। ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় সবার উপরে রয়েছেন সুমিত নাগাল। তাঁর র‍্যাঙ্কিং ৩৭২। এছাড়াও ৪১৪ নম্বরে রয়েছেন রামকুমার রামানাথন এবং ৪৪১ নম্বরে রয়েছেন প্রজনেশ গুনশ্বরণ। ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচ ১৯ বছর বয়সি কার্লোস আলকারাজ মাত্র ১৪ দিন বাদেই শীর্ষস্থান থেকে সরিয়ে তা নিজের দখলে রাখতে পেরেছেন।

জকোভিচ অবশ্য এই র‌্যাঙ্কিং অর্জন করেননি। মিয়ামির শ্রেষ্ঠত্ব আলকারাজ ধরে রাখতে না পারায় শীর্ষস্থানও হারিয়েছেন তিনি। ফলে লাভবান হয়েছেন নোভাক জকোভিচ। প্রথমবার আলকারাজ শীর্ষে উঠেছিলেন গত বছর ইউএস ওপেন জিতে। কিন্তু এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কারণে অনুপস্থিত থাকায় এক নম্বর জায়গা হারান। দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতে জানুয়ারিতে এক নম্বরে ফিরেছিলেন জকোভিচ। ফলে ৩৮১তম সপ্তাহ এটিপি র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকতে চলেছেন সার্বিয়ান তারকা। ৯ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্স দিয়ে এটিপি ট্যুরে ফিরতে চলেছেন নোভাক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.