শুভব্রত মুখার্জি: আফগানিস্তান ক্রিকেটার 'পোস্টার বয়' তাদের লেগ স্পিনার রশিদ খান। দেশের ক্রিকেটের অন্যতম বড় আকর্ষণ তিনি। আন্তর্জাতিক মঞ্চ হোক কিংবা দেশ, বিদেশের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ সব ক্ষেত্রেই বল হাতে দারুন পারফরম্যান্স তাঁর। সেই রশিদ খানকেই আসন্ন বাংলাদেশ সফরে পাবেন না আফগানরা। বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। সেই টেস্টের আগেই তাঁকে বিশ্রামে পাঠিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত বছর চারেক আগে বাংলাদেশের মাটিতে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন রশিদ খান। সে বার প্রায় একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন রশিদ। চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ফের টেস্ট খেলবে আফগানরা। তবে এই বার এই লেগ স্পিনারকে পাবে না আফগানিস্তান।
আরও পড়ুন: অশ্বিনকে না রাখাটা বড় মিসটেক- রীতিমতো ক্ষোভ উগরালেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক
বুধবার রশিদকে ছাড়াই বাংলাদেশ সফরের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি। যে বিবৃতি তারা প্রকাশ করেছে, সেখানে কী কারণে রশিদকে বাইরে রাখা হল, তার কারণ জানায়নি তারা। তবে সূত্র মারফত খবর, সামনেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তার উপর টানা দুই মাস আইপিএলের ধকল সামলেছেন রশিদ। রয়েছে ছোটখাট চোটও। তাই তারকা স্পিনারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথাতে রেখেই তাঁকে ১০০ শতাংশ ফিট রাখতে এসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত পিঠের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেননি রশিদ। শেষ ওয়ানডে-তে তিনি প্রথম একাদশে ফেরেন। ফলে তাঁকে নিয়ে অহেতুক ঝুঁকি নিতে চাইছে না আফগান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: সিরাজের বলে চোট, পেনকিলার খেয়ে, দু'বার রিভিউ ঠেকিয়ে, শেষে শামির বলে বোল্ড হলেন ল্যাবুশান
উল্লেখ্য ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল আফগানরা।সে বার চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ৫১ ও ২৪ রানের দু'টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রশিদ খান। পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৫ ও ৬টি কের উইকেট নেন রশিদ। ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। ওই ম্যাচে আফগানিস্তান দলের হয়ে খেলা হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আফসার জাজাই, ইয়ামিন আহমাদজাই ও জহির খান এ বারও বাংলাদেশ সফরে রয়েছেন। দলে নতুন মুখ রয়েছেন বেশ কয়েক জন। প্রথম বার ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাচার বাহির শাহ, দুই পেসার ইব্রাহিম আব্দুল রাহিমজাই এবং নিজাত মাসৌদ। পাশাপাশি নবীন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ ও পেস অলরাউন্ডার করিম জানাতও সুযোগ পেয়েছেন। আগামী শনিবার বাংলাদেশে আসছে আফগানিস্তান দল। মিরপুর শের-এ- বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি । ১৪ জুন থেকে শুরু হবে এই টেস্ট ম্যাচ। এর পর দেশে ফিরে গিয়ে ফের তিনটি ওয়ানডে ও দু'টি টি-২০ খেলতে ১ জুলাই বাংলাদেশ সফরে আসছে আফগানরা।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (কিপার), ইকরাম আলিখিল (কিপার), ইব্রাহিম জাদরান, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল।
রিজার্ভ প্লেয়ার: জিয়াউর রহমান আকবর, নুরআলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।