সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন রবি শাস্ত্রী। ভাইরাল হয়ে গেল Cred-র নয়া বিজ্ঞাপন। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচের সেই ভিডিয়োয় মজেছেন নেটিজেনরা। ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম
সম্প্রতি ক্রেডের একটি বিজ্ঞাপন করেন শাস্ত্রী। সেই ভিডিয়োয় একেবারে ভিন্ন অবতারে দেখা যায় তাঁকে। কখনও দলের খেলোয়াড়দের বলছেন যে জয়ের উদযাপন করার জন্য ৭০ মিনিট আছে। আবার কখনও শ্যাম্পেন ‘নষ্ট’ করায় দলের খেলোয়াড়দের হাত থেকে বোতল ছিনিয়ে নেন। নাইট ক্লাবের মতো জায়গায় এক তরুণীকে উদ্দেশ্য করে শাস্ত্রীকে বলতে শোনা যায়, 'আমি ব্যাটার ছিলাম। কিন্তু তোমার জন্য আমি কিপারও হয়ে যেতে পারি।'
সেই ভিডিয়ো নিয়ে উত্তাল হয়ে উঠেছে নেট দুনিয়া। মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটাররাও। যুজবেন্দ্র চাহাল বলেন, 'সেরা ৭০ মিনিট ভাষণ দিয়েছেন রবি শাস্ত্রী।' ভারতীয় তারকা শুভমন গিল বলেন, 'নয়া যুগের সূচনা, রবি স্যার।' নেটিদেনদের একাংশও শাস্ত্রী নয়া অবতারে মুগ্ধ হয়েছেন। তবে কেউ কেউ আবার সেই বিজ্ঞাপনে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা যেভাবে নিজে তুলে ধরেছেন, তা নিয়ে সমালোচনা করছেন।
আরও পড়ুন: IPL 2022: নেটের খেলাটা এখন মাঠে খেলছে, অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ রবি শাস্ত্রী
উল্লেখ্য, আপাতত আইপিএলে বিশেষজ্ঞ হিসেবে সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে থাকেন শাস্ত্রী। শনিবারই ঋষভ পন্তকে নিয়ে শাস্ত্রী বলেছিলেন, ‘সাধারণ জ্ঞান কী বলে? ঋষভ পন্ত এবং শার্দুল ঠাকুর সেখানে ছিল। কিন্তু অন্য0 খেলোয়াড়রা কী করছিল!' শাস্ত্রী আরও বলেন, ‘এই একটি ভুল সিদ্ধান্তের কারণে তারা (দিল্লি ক্যাপিটালস) কয়েকটি রাতে ঠিক করে ঘুমোতে পারবে না। কারণ এই ভুলের কারণে তোমরা প্লে অফে আপনার জায়গা হারিয়েছে।’