বাংলা নিউজ > ময়দান > Ravi Shastri on Dravid being rested: 'কোচেদের এত বিশ্রামের কী আছে!' মওকা পেয়ে দ্রাবিড়কে খোঁটা প্রাক্তন কোচ শাস্ত্রীর

Ravi Shastri on Dravid being rested: 'কোচেদের এত বিশ্রামের কী আছে!' মওকা পেয়ে দ্রাবিড়কে খোঁটা প্রাক্তন কোচ শাস্ত্রীর

রাহুল দ্রাবিড়দের বিশ্রাম দেওয়া হওয়ায় মোটেও খুশি নন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং টুইটার @RaviShastriOfc)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য রাহুল দ্রাবিড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। একেবারে স্পষ্ট বললেন, ‘আইপিএলের সময় দুই থেকে তিন মাস বিশ্রাম তো মিলবেই। কোচ হিসেবে বিশ্রামের জন্য সেটাই যথেষ্ট।’

কোচেদের কেন এত বিশ্রাম দেওয়ার কী দরকার আছে? প্রশ্ন তুলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ থেকে রাহুল দ্রাবিড়দের বিশ্রাম দেওয়ায় শাস্ত্রী একেবারে সরাসরি বলে দিলেন, ‘আইপিএলের সময় দুই থেকে তিন মাস বিশ্রাম তো মিলবেই। কোচ হিসেবে বিশ্রামের জন্য সেটাই যথেষ্ট।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেরদিন ওয়েলিংটন থেকে শাস্ত্রী বলেন, ‘বিশ্রাম নেওয়ার তত্ত্বে আমি বিশ্বাস করি না। কারণ আমার দলকে আমি বুঝতে চাই। আমার খেলোয়াড়কে বুঝতে চাই। তারপর সেই দলের নিয়ন্ত্রণে আমি থাকতে চাই। আর এইসব বিশ্রাম…সত্যি কথা বলতে এত বিশ্রামের কী দরকার? আইপিএলের সময় দুই থেকে তিন মাস বিশ্রাম তো মিলবেই। কোচ হিসেবে বিশ্রামের জন্য সেটাই যথেষ্ট। আমার মতে, কোচেদের সবসময় তৈরি থাকতে হবে। সেটা যে ব্যক্তিই হোক না কেন।'

আরও পড়ুন: Laxman on Hardik's captaincy: 'ও খেলোয়াড়দের অধিনায়ক', ভারতের পরবর্তী T20 ক্যাপ্টেন হার্দিকের প্রশংসায় লক্ষ্মণ

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একাধিক তারকা ক্রিকেটারকে (রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল) বিশ্রাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং বোলিং কোচ পরেশ মামরেকেও বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অথচ দ্রাবিড়ের আমলে টেস্ট, একদিনের ক্রিকেট বা টি-টোয়েন্টি - কোথাও ভারতের রেকর্ড আহামরি নয়। কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে জয় পেলেও দ্রাবিড়ের কোচিংয়ে ইংল্যান্ডে গিয়ে টেস্ট হেরেছে ভারত। যে টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন দ্রাবিড়রা।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা যখন…; কার্তিক না পন্ত, সেমির জন্য কাকে বাছলেন শাস্ত্রী?

তবে এই প্রথম নয়, আগেও ‘ছোটো’ সিরিজ থেকে দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। চলতি বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে দ্রাবিড়রা কোচ হিসেবে যাননি। এশিয়া কাপের আগে ভারতের সিনিয়র দলের সঙ্গে ছিলেন। সেইসময় জিম্বাবোয়েতে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন লক্ষ্মণ। যিনি আয়ারল্যান্ড সিরিজ (ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন দ্রাবিড়), দক্ষিণ আফ্রিকা (টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দ্রাবিড় ব্যস্ত ছিলেন) সিরিজেও ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন প্রাক্তন তারকা। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও দায়িত্ব সামলাবেন।

বন্ধ করুন