চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-০ তে এগিয়ে রয়েছে ভারত। ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হবে তৃতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচে সিরিজ নিজেদের পকেটে তুলে নিতে চাইবে ভারতীয় দল। নাগপুরে প্যাট কামিন্সের দলকে ইনিংস সহ ১৩২ রানে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে জাদেজা সামনে দাঁড়াতেই পারেনি কোনও অজি ব্যাটার। সাত উইকেটে নেন জাড্ডু। দুটি ম্যাচেই সেরা হয়েছেন তিনি।
ভারতীয় দলের নিয়মিত সদস্য এই তারকা অলরাউন্ড। স্পিনার ও ব্যাটার হিসেবে নিজের জায়গা পাকা করে রেখেছেন তিনি। কিন্তু ৩৪ বছর বয়সী এই তারকাকে দলে এই জায়গা করে নিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি।
সম্প্রতি আইসিসির একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জাদেজার প্রসঙ্গ তুলে বলেন, ‘আমি মনে করি জাদেজা খেলার বিষয়ে খুব ক্ষুধার্ত। এই মুহূর্তে ও অনেক ফিট। জাদেজা খেলাধুলার প্রতি খুব আবেগপ্রবণ।’ তিনি আরও বলেন, ‘২০১৯ সালে ইংল্যান্ড সফরে লর্ডসের ম্যাচে জাদেজা খেলেনি। তখন আমি ও ভরত অরুণ জাদেজাকে ব্যাটিংয়ের উপর বেশি জোর দিতে বলি।’
ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, ‘এরপর সুযোগ পাওয়ার পর, তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গুরুত্বপূর্ণ পর্যায়ে, কঠিন পরিস্থিতিতে রান পায় ও। তারপর অবশ্যই বল হাতে কামাল দেখায়। বিদেশ সফরে ভারতীয় কোচেরা অনেকটাই চাপে পড়ে যায়। জাদেজা এবং অশ্বিনের মধ্যে কাকে দলে নেওয়া হবে এই সিদ্ধান্ত আসতে।’
62টি টেস্ট ম্যাচে জাদেজা করেছেন ২৬১৯ রান। রয়েছে তিনটি শতরান ও ১৮ টি অর্ধশতক। নিয়েছেন ২৫৯ উইকেট। তার মধ্যে ১২টি পাঁচ উইকেট। দুটি ১০ উইকেট রয়েছে। অন্যদিকে ১৭১টি ওয়ানডেতে, তিনি ১৩টি অর্ধশতরান সহ করেছেন ২৪৪৭ রান। নিয়েছেন ১৮৯ উইকেট। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৬৪ টি-টোয়েন্টিতে। করেছেন ৪৫৭ রান। পাশাপাশি ৫১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।