বাংলা নিউজ > ময়দান > T20 বিশ্বকাপের পর কোহলিদের কোচ হিসেবে মেয়াদ শেষ হলে ভবিষ্যতে কী করবেন? সাসপেন্স বজায় রাখলেন শাস্ত্রী

T20 বিশ্বকাপের পর কোহলিদের কোচ হিসেবে মেয়াদ শেষ হলে ভবিষ্যতে কী করবেন? সাসপেন্স বজায় রাখলেন শাস্ত্রী

রবি শাস্ত্রী। ছবি- রয়টার্স (Reuters)

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

আসন্ন টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রির মেয়াদ শেষ হবে। তার পর কী হতে চলেছে তাঁর ভবিষ্যৎ? ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এমন আগ্রহ জাগা স্বাভাবিক। শাস্ত্রীর কাছে সরাসরি জানতে চাওয়া তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তবে তিনি আপাতত অনুরাগীদের আগ্রহ নিরসনে রাজি হলেন না। তিনি সাসপেন্স বজায় রাখলেন।

Times Network-এর সাক্ষাত্কারে শাস্ত্রী জানান, তাঁর নজর আপাতত সামনের দেড় মাস সময়টায় সীমাবদ্ধ। এখনই তার বেশি কিছু ভাবতে রাজি নন তিনি। অর্থাৎ, মেয়াদের শেষ ৪৫ দিন তিনি ভালোয় ভালোয় কাটাতে চান। টি-২০ বিশ্বকাপের মতো বড় ইভেন্টে দলকে সাফল্য এনে দিয়ে তবেই বিদায় নিতে চান টিম ইন্ডিয়ার হেড কোচ।

শাস্ত্রী বলেন, ‘আমার নজর রয়েছে পরবর্তী ৪৫ দিনে। এর বাইরে আমি আর কিছু ভাবতে চাই না। আমাকে এই সময়টায় লক্ষ্য স্থির রাখতে দিন। শাস্ত্রীজি এর পরে কী করতে চলেছেন, সেটা সময় এলে সবাই জানতে পারবেন।’

সাক্ষাত্কারে শাস্ত্রী সৌরভকে নিয়ে পুরনো এক বিতর্কিত ঘটনার প্রসঙ্গেও মুখ খোলেন। ২০০৭-এ ভারতীয় দলের ম্যানেজার থাকার সময় সৌরভ দেরি করে আসায় তাঁকে টিম বাসে উঠতে দেননি শাস্ত্রী। সাক্ষাত্কারের মাঝে সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে শাস্ত্রী বলেন, ‘কেউ যদি দেরিতে আসে, তাহলে বাস ছেড়ে যাবে। কে দেরিতে এসেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। দুর্ভাগ্যের বিষয়, সেদিন এমনটা সৌরভের সঙ্গে হয়েছিল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন