টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন রবি শাস্ত্রী। ভারতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর কী পরিকল্পনা রয়েছে শাস্ত্রীর? এই নিয়ে নানা জল্পনা চলছে। তবে শাস্ত্রী ঘনিষ্ঠ মহল সূত্রের খবর , টানা ৪২ বছর ধরে নানা ভাবে ভারতীয় ক্রিকেটকে সাহায্য করার পর, এ বার আর দৌড়তে চাইছেন না রবি শাস্ত্রী। সারা বছর ধরে টানা ট্রাভেল করতে হয়, এমন কোনও কিছুর সঙ্গেই তিনি আর যুক্ত থাকতে চাইছেন না। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি ভাবনাচিন্তা করছেন বলে দাবি শাস্ত্রী ঘনিষ্ঠ মহল সূত্রের।
শাস্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের তরফে জানানো হয়েছে, ‘ও খুবই খুতখুতে এবং বেছে বেছে সিদ্ধান্ত নেয়। তবে ও সম্ভবত আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার জন্য রাজি রয়েছে।গোটা বছর ধরে টানা ট্রাভেল করতে গয়, এমন কোনও কিছুর সঙ্গে ও আর যুক্ত থাকতে চাইছে না।’
দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে টানা থাকার পর শাস্ত্রী এখনও আর এই পদে পুনরায় বহাল হতেও রাজি নন। তাই তিনি আবেদনও করবেন না। অল্প সময়ের টুর্নামেন্ট হওয়ার কারণে তিনি আইপিএল দলের সঙ্গে যুক্ত হতেই আগ্রহী। ভারতীয় দলের কোচের জন্য রাহুল দ্রাবিড়ের নাম ইতিমধ্যে নির্বাচিতও করে ফেলেছে বিসিসিআই। দ্রাবিড়কে রাজি করানো হয়েছে, কোচের পদে আবেদন করার জন্যও। নিউজিল্যান্ড সফর থেকেই সম্ভবত বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।