বাংলা নিউজ > ময়দান > IND vs BAN: অশ্বিনের প্রশংসার উত্তরে নিজের মনের দুঃখের কথা শুনিয়েছিলেন লিটন

IND vs BAN: অশ্বিনের প্রশংসার উত্তরে নিজের মনের দুঃখের কথা শুনিয়েছিলেন লিটন

রবিচন্দ্রন অশ্বিন এবং লিটন দাস। ছবি- এএনআই 

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামার আগে সুইমিংপুলে সময় কাটিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। সেখনে লিটনের সঙ্গে কথা বলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সময় কী কথা হয়েছিল, তা প্রকাশ্যে এল। 

সদ্য শেষ হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় টেস্ট শুরুর চার দিন আগে টিম হোটেলের সুইমিংপুলে দুই দলের ক্রিকেটাররা মিলিত হয়েছিলেন। সেখানে অশ্বিন ও লিটনের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয় বলে জানা গিয়েছে। সেখানে একে অপরের প্রশংসা করেছেন দুই ক্রিকেটার। ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার নজর কেড়েছে সবার।

টেস্ট শুরুর আগে অশ্বিন লিটনকে বলেন, যখন লিটনের প্রথম খেলা দেখেছিলেন, তখন তাঁর মনে হয়েছিল লিটন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথের পর্যায়ে পৌঁছাতে পারবেন। এ বিষয়ে অশ্বিন বলেন, ‘আমি লিটন দাসকে বলেছিলাম তোমাকে টেস্ট অভিষেকের সময় দেখেছি। ওর খেলা আমার সত্যি ভালো লাগে। আমি ওর খেলার পদ্ধতি দেখে ভেবেছিলাম লিটন বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।’

আরও পড়ুন: স্লেজিংয়ের চেষ্টা করেছিলেন মেহেদি-লিটন, কী ভাবে মুখ বন্ধ করেছিলেন, জানালেন অশ্বিন

শুধু লিটনের প্রশংসাই করেননি অশ্বিন। সেই সঙ্গে নাকি তাঁকে বিশেষ টিপসও দেন ভারতীয় দলরে সিনিয়র ক্রিকেটার। এই প্রসঙ্গে লিটন বলেন, ‘মীরপুরে দ্বিতীয় টেস্টের আগে সুইমিং পুলে অ্যাশ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন ২০১৫ সালে যখন তিনি আমাকে প্রথম বার দেখেছিলেন, তখন তিনি ভেবেছিলেন আমি বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো খেলোয়াড়ের পর্যায়ে পৌঁছতে পারব। কিন্তু আমি তাকে বলেছিলাম যে, তখন পরিস্থিতি আলাদা ছিল। একজন খেলোয়াড় যত বেশি উচ্চ স্তরে ক্রিকেট খেলবে, ততই ভালো পারফরম্যান্স করবে।’

আরও পড়ুন: চলছিল তাড়ানোর গুঞ্জন, তার আগেই নিজেই ইস্তফা বাংলাদেশের কোচ ডমিঙ্গোর

তিনি আরও বলেন, ‘আমরা বেশি অ্যাওয়ে সিরিজ খেলি না। যদিও আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছি। কিন্তু আমরা অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলিনি। আমরা দক্ষিণ আফ্রিকা ভারত, পাকিস্তানেরই সঙ্গে বেশি ম্যাচ খেলি না। কোনও দল যখন সেরা চার-পাঁচটি দলের সঙ্গে বেশি ম্যাচ খেলবে না তখন সেই দল বা দলের খেলোয়াড়দের বেশি উন্নতি সম্ভব নয়।’

বাংলাদেশ ব্যাটার আরও বলেন, ‘যে ভারতীয় দল আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি আইপিএলও খেলে যা তাদের প্লেয়ারদের উন্নতি করতে সাহায্য করে। অশ্বিন ভাইকে বলেছি ভারতীয় দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মিত ক্রিকেট খেলে, তাই খেলোয়াড়রা উপকৃত হয়। এমনকি আইপিএল চলাকালীন ভারতীয় খেলোয়াড়রা এই ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ পায়। খেলোয়াড়রা যখন নিয়মিত শীর্ষ স্তরের ক্রিকেটারদের সঙ্গে খেলেন তখন অনেক কিছু শিখতে পারেন।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন? ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও 'আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী-সহ DYFI কর্মীদের' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.