বাংলা নিউজ > ময়দান > জয়ের পর মদ খেয়ে হইহট্টগোল করেছিল কিউয়িরা, চুপচাপ সহ্য করে ভারতীয়রা, ফাঁ স করলেন অশ্বিন

সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে আট উইকেটে পরাস্ত করে খেতাব জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ দল। যে কোন খেতাব জয়ী ম্যাচ নির্নয়ের পরেই দুই শিবিরে দুই ভিন্ন ছবি চোখে পড়ে। এমনই এক দৃশ্যের উদাহরণ মিলল রবিচন্দ্রন অশ্বিনের কথায়।

দুই দশকেরও অধিক সময় পড়ে কিউয়ি দল খেতাব জিতে স্বাভাবিকভাবেই আনন্দে মাতে। অপরদিকে, ভারতীয় শিবিরে ছিল শুধুই হতাশার গ্লানি। উপরন্তু কাটা ঘায়ে নুনের ছিটার মতো ভারতীয় ক্রিকেটারদের চোখের সামনে সহ্য করতে হয়েছিল কিউয়ি ক্রিকেটারদের বিজয় উল্লাস। সেই কষ্টকর অভিজ্ঞতার কথাই জানালেন রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় স্পিনার জানান, ‘ম্যাচের পরে নিউজিল্যান্ড ক্রিকেটাররা ওদের রীতি অনুযায়ী ট্রফি নিয়ে, মদ খেয়ে আনন্দে মাতে। মাঠের ওপেরই আমার রুম হওয়ায় আমি সবটা দেখতে পাচ্ছিলাম, হয়তো এটাই এমন রুমের বাজে দিক। সত্যি বলতে ওই দৃশ্যটা ভীষণ কষ্টের ছিল। ওরা মাঝরাত অবধি আনন্দ উল্লাসে মেতেছিল। পিচের কাছে গিয়েও ওরা অনেকটা যুদ্ধজয়ের ভঙ্গিতে উল্লাস করছিল। আমরা ম্যাচ জিতে এই উৎসব করতে না পারা এবং প্রতিপক্ষকে চোখের সামনে এমন উৎসবে মাততে দেখা খুবই হতাশাজনক।’

৪ অগস্ট থেকে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের মাধ্য়মে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। তার  আগে বর্তমানে বিশ দিনের ছুটি কাটাতে ব্যস্ত অশ্বিনসহ ভারতীয় দলের সদস্যরা। দীর্ঘ সময় জৈববলয়ের আবদ্ধ পরিবেশে থাকার পর এই বিরতি ক্রিকেটারদের সুবিধাই করবে বলে দাবি অশ্বিনের। ‘’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন