একা কপিল দেবকেই নয়, মোহালি টেস্টে সার্বিক উইকেট সংখ্যার নিরিখে আরও দুই ক্রিকেটারকে টপকে যান রবিচন্দ্রন অশ্বিন। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডে-নাইট টেস্টে আরও এক তারকাকে পিছনে ফেলে দিতে পারেন রবিচন্দ্রন।
মোহালি টেস্টের আগে অশ্বিনের সংগ্রহে ছিল ৮৪ টেস্টে ৪৩০টি উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তারকা স্পিনার নেন ৬টি উইকেট। ফলে ৮৫ টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে আপাতত ৪৩৬টি উইকেট।
অশ্বিন এক্ষেত্রে সব থেকে বেশি টেস্ট উইকেটশিকারিদের তালিকায় পিছনে ফেলে দেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি (৪৩১), শ্রীলঙ্কার রঙ্গনা হেরথ (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)। সার্বিক তালিকায় আপাতত অশ্বিন রয়েছেন ৯ নম্বরে। তাঁর সামনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার ডেল স্টেইন। তিনি টেস্টে ৪৩৯টি উইকেট নিয়েছেন। সুতরাং, বেঙ্গালুরুতে আর ৪টি উইকেট নিতে পারলেই অশ্বিন স্টেইনকে টপকে ৮ নম্বরে উঠে আসবেন।
এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হলেন অশ্বিন। তাঁর সামনে রয়েছেন শুধু অনিল কুম্বলে। কিংবদন্তি কুম্বলে ১৩২টি টেস্টের বর্ণোজ্জ্বল কেরিয়ারে ৬১৯টি উইকেট সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, টেস্টে সব থেকে বেশি ৮০০টি উইকেট নিয়েছেন মুথাইয়া মুরলিধরন। ৭০৮টি উইকেট নিয়ে সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে নিজের নাম রেখে গিয়েছেন সদ্য প্রয়াত শেন ওয়ার্ন। তৃতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন। তাঁর ঝুলিতে রয়েছে ৬৪০টি টেস্ট উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।