বাংলা নিউজ > ময়দান > NAM vs KNTKA: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রবিকুমার সামর্থের, বিশ্বকাপ খেলা বিদেশি দলকে গোহারান হারাল কর্ণাটক

NAM vs KNTKA: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রবিকুমার সামর্থের, বিশ্বকাপ খেলা বিদেশি দলকে গোহারান হারাল কর্ণাটক

নমিবিয়াকে হারাল কর্ণাটক। ছবি- টুইটার (@CricketNamibia1)।

Namibia vs Karnataka: বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানো এক জাতীয় দলকে তাদের ঘরের মাঠে গিয়ে বিধ্বস্ত করল ভারতের এক রাজ্যদল।

ভারতের ঘরোয়া ক্রিকেট কতটা উন্নত মানের, সেটা বোঝা গেল আরও একবার। বিশ্বকাপে অংশ নেওয়া এক জাতীয় ক্রিকেট দলকে তাদের দেশে গিয়ে হারিয়ে দিল ভারতের এক রাজ্যদল।

প্রাক মরশুম প্রস্তুতির উদ্দেশ্যে ভারতের বহু টেস্ট টিমকেই বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায়। কর্ণাটক এবার ৫টি ৫০ ওভারের ম্যাচ খেলতে উড়ে গিয়েছে নমিবিয়ায়। কোনও স্টেট টিম নয়, নমিবিয়ার জাতীয় দলের বিরুদ্ধে লড়াই রবিকুমার সামর্থদের। সিরিজের প্রথম ম্যাচে নমিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় আধা শক্তির কর্ণাটক। উল্লেখযোগ্য বিষয় হল, গত টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল নমিবিয়া। তাদের এবার বিধ্বস্ত হতে হল রঞ্জি ট্রফি খেলা এক রাজ্যদলের হাতে।

উইন্ডহকে টস জিতে নমিবিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠায় কর্ণাটক। নমিবিয়া ৪১.১ ওভারে মাত্র ১৭১ রানে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন জান ফ্রাইলিঙ্ক। তাঁকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন জেরার্ড এরাসমাস।

ফ্রাইলিঙ্ক ৬১ বলে ৫৭ রান করে আউট হন। তিনি ৭টি চার মারেন। এরাসমাস ৩০ বলে ৩১ রান করেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। এছাড়া ওপেনার শন ফুশে ৪৭ বলে ২৪ রানের যোগদান রাখেন। তিনি ৩টি চার মারেন। ২৬ বলে ১৮ রান করেন জেন গ্রিন। তিনি ১টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন:- SL vs AFG: রশিদ-নবীনকে ছাড়াই শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারাল আফগানিস্তান, শতরান হাতছাড়া ইব্রাহিমের

কর্ণাটকের হয়ে ৮.১ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন বিদ্বাথ কাভেরাপ্পা। ৯ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন ঋষি বোপান্না। এছাড়া ১টি করে উইকেট নেন আদিত্য গোয়েল, বিজয়কুমার বৈশাক ও রবিকুমার সামর্থ। উইকেট পাননি শুভাঙ্গ হেজ।

আরও পড়ুন:- WTC Final-এর জন্য ধারাভাষ্যকারের প্যানেলে স্টার স্পোর্টসের চমক, শাস্ত্রী ছিলেন, যোগ হল সৌরভের নাম, তবে কি…?

জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ৩৫.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭২ রান তুলে নেয়। ৮৫ বল বাকি থাকতে ৯ উইকেটের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে তারা। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন ওপেনার এলআর চেতন।

ক্যাপ্টেন রবিকুমার সামর্থ ১০০ বলে ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন নিকিন জোস। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৫৬ রান করেন নট-আউট থাকেন। নমিবিয়ার হয়ে একমাত্র উইকেটটি নেন ফ্রাইলিঙ্ক। এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় কর্ণাটক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.