বাংলা নিউজ > ময়দান > NAM vs KNTKA: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রবিকুমার সামর্থের, বিশ্বকাপ খেলা বিদেশি দলকে গোহারান হারাল কর্ণাটক

NAM vs KNTKA: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রবিকুমার সামর্থের, বিশ্বকাপ খেলা বিদেশি দলকে গোহারান হারাল কর্ণাটক

নমিবিয়াকে হারাল কর্ণাটক। ছবি- টুইটার (@CricketNamibia1)।

Namibia vs Karnataka: বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানো এক জাতীয় দলকে তাদের ঘরের মাঠে গিয়ে বিধ্বস্ত করল ভারতের এক রাজ্যদল।

ভারতের ঘরোয়া ক্রিকেট কতটা উন্নত মানের, সেটা বোঝা গেল আরও একবার। বিশ্বকাপে অংশ নেওয়া এক জাতীয় ক্রিকেট দলকে তাদের দেশে গিয়ে হারিয়ে দিল ভারতের এক রাজ্যদল।

প্রাক মরশুম প্রস্তুতির উদ্দেশ্যে ভারতের বহু টেস্ট টিমকেই বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায়। কর্ণাটক এবার ৫টি ৫০ ওভারের ম্যাচ খেলতে উড়ে গিয়েছে নমিবিয়ায়। কোনও স্টেট টিম নয়, নমিবিয়ার জাতীয় দলের বিরুদ্ধে লড়াই রবিকুমার সামর্থদের। সিরিজের প্রথম ম্যাচে নমিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় আধা শক্তির কর্ণাটক। উল্লেখযোগ্য বিষয় হল, গত টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল নমিবিয়া। তাদের এবার বিধ্বস্ত হতে হল রঞ্জি ট্রফি খেলা এক রাজ্যদলের হাতে।

উইন্ডহকে টস জিতে নমিবিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠায় কর্ণাটক। নমিবিয়া ৪১.১ ওভারে মাত্র ১৭১ রানে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন জান ফ্রাইলিঙ্ক। তাঁকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন জেরার্ড এরাসমাস।

ফ্রাইলিঙ্ক ৬১ বলে ৫৭ রান করে আউট হন। তিনি ৭টি চার মারেন। এরাসমাস ৩০ বলে ৩১ রান করেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। এছাড়া ওপেনার শন ফুশে ৪৭ বলে ২৪ রানের যোগদান রাখেন। তিনি ৩টি চার মারেন। ২৬ বলে ১৮ রান করেন জেন গ্রিন। তিনি ১টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন:- SL vs AFG: রশিদ-নবীনকে ছাড়াই শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারাল আফগানিস্তান, শতরান হাতছাড়া ইব্রাহিমের

কর্ণাটকের হয়ে ৮.১ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন বিদ্বাথ কাভেরাপ্পা। ৯ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন ঋষি বোপান্না। এছাড়া ১টি করে উইকেট নেন আদিত্য গোয়েল, বিজয়কুমার বৈশাক ও রবিকুমার সামর্থ। উইকেট পাননি শুভাঙ্গ হেজ।

আরও পড়ুন:- WTC Final-এর জন্য ধারাভাষ্যকারের প্যানেলে স্টার স্পোর্টসের চমক, শাস্ত্রী ছিলেন, যোগ হল সৌরভের নাম, তবে কি…?

জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ৩৫.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭২ রান তুলে নেয়। ৮৫ বল বাকি থাকতে ৯ উইকেটের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে তারা। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন ওপেনার এলআর চেতন।

ক্যাপ্টেন রবিকুমার সামর্থ ১০০ বলে ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন নিকিন জোস। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৫৬ রান করেন নট-আউট থাকেন। নমিবিয়ার হয়ে একমাত্র উইকেটটি নেন ফ্রাইলিঙ্ক। এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় কর্ণাটক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে 'ম্যাডাম' মমতার ডাকে সাড়া, শনির পর আজও কালীঘাটে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তররা মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও! ‘আজ নবী দিবস’, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডেকেছেন কেন? কারণ ব্যাখ্যা মমতার! ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের যৌন হেনস্থা, অভিযুক্ত জাতীয় পুরস্কারজয়ী কোরিওগ্রাফার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.