ভারতের ঘরোয়া ক্রিকেট কতটা উন্নত মানের, সেটা বোঝা গেল আরও একবার। বিশ্বকাপে অংশ নেওয়া এক জাতীয় ক্রিকেট দলকে তাদের দেশে গিয়ে হারিয়ে দিল ভারতের এক রাজ্যদল।
প্রাক মরশুম প্রস্তুতির উদ্দেশ্যে ভারতের বহু টেস্ট টিমকেই বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায়। কর্ণাটক এবার ৫টি ৫০ ওভারের ম্যাচ খেলতে উড়ে গিয়েছে নমিবিয়ায়। কোনও স্টেট টিম নয়, নমিবিয়ার জাতীয় দলের বিরুদ্ধে লড়াই রবিকুমার সামর্থদের। সিরিজের প্রথম ম্যাচে নমিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় আধা শক্তির কর্ণাটক। উল্লেখযোগ্য বিষয় হল, গত টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল নমিবিয়া। তাদের এবার বিধ্বস্ত হতে হল রঞ্জি ট্রফি খেলা এক রাজ্যদলের হাতে।
উইন্ডহকে টস জিতে নমিবিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠায় কর্ণাটক। নমিবিয়া ৪১.১ ওভারে মাত্র ১৭১ রানে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন জান ফ্রাইলিঙ্ক। তাঁকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন জেরার্ড এরাসমাস।
ফ্রাইলিঙ্ক ৬১ বলে ৫৭ রান করে আউট হন। তিনি ৭টি চার মারেন। এরাসমাস ৩০ বলে ৩১ রান করেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। এছাড়া ওপেনার শন ফুশে ৪৭ বলে ২৪ রানের যোগদান রাখেন। তিনি ৩টি চার মারেন। ২৬ বলে ১৮ রান করেন জেন গ্রিন। তিনি ১টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
কর্ণাটকের হয়ে ৮.১ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন বিদ্বাথ কাভেরাপ্পা। ৯ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন ঋষি বোপান্না। এছাড়া ১টি করে উইকেট নেন আদিত্য গোয়েল, বিজয়কুমার বৈশাক ও রবিকুমার সামর্থ। উইকেট পাননি শুভাঙ্গ হেজ।
জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ৩৫.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭২ রান তুলে নেয়। ৮৫ বল বাকি থাকতে ৯ উইকেটের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে তারা। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন ওপেনার এলআর চেতন।
ক্যাপ্টেন রবিকুমার সামর্থ ১০০ বলে ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন নিকিন জোস। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৫৬ রান করেন নট-আউট থাকেন। নমিবিয়ার হয়ে একমাত্র উইকেটটি নেন ফ্রাইলিঙ্ক। এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় কর্ণাটক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।