বাংলা নিউজ > ময়দান > LSG vs CSK: জাদেজার বল বুঝতেই পারলেন না, বোল্ড হয়ে হতবাক হয়ে মাঠে দাঁড়িয়ে অজি তারকা-ভিডিয়ো

LSG vs CSK: জাদেজার বল বুঝতেই পারলেন না, বোল্ড হয়ে হতবাক হয়ে মাঠে দাঁড়িয়ে অজি তারকা-ভিডিয়ো

জাদেজার বল বুঝতেই পারলেন স্টোইনিস। বোল্ড হয়ে অবাক অজি তারকা। 

রবীন্দ্র জাদেজার বল বুঝতেই পারলেন না মার্কাস স্টোইনিস। বল এতটাই টার্ন করল যে তিনি যে বোল্ড হয়ে গিয়েছেন তা বুঝতেই পারলেন না অজি ব্যাটার। 

বুধবার লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। ১২৫ রানে সাত উইকেট হারিয়ে ব্যাট করছে তারা। বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকলেও ম্যাচের ৭ নম্বর ওভারে রবীন্দ্র জাদেজার অবিশ্বাস্য বলে বোল্ড হন লখনউ সুপার জায়ান্টসের তারকা অলরাউন্ডার ব্যাটার মার্কাস স্টোইনিস। আউট হওয়ার মাত্র এক ওভার আগে ব্যাট করতে নামেন তিনি। ইনিংসের শুরু থেকেই লখনউ ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৩৪ রানে ৩ উইকেট পড়ে যায় তাদের। স্টোইনিস ব্যাট করতে নেমে স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক শট খেলার চেষ্টা করেন। কিন্তু সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজার প্রথম বলে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। জাদেজার বল অবিশ্বাস্য রকম টার্ন করে মার্কাস স্টোইনিসের অফ স্টাম্প ছিটকে দেয়। এইভাবে আউট হয়ে নিজেও হতচখিত হয়ে যান তিনি।

ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা স্বাভাবিকভাবেই উইকেটের ডান দিক থেকে বল করতে আসেন। রবীন্দ্র জাদেজার বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে অসাধারণ ঘুরে স্টোইনিসের অফ স্টাম্পে গিয়ে লাগে। অজি অলরাউন্ডার লেগ-সাইডের দিকে শট খেলতে গিয়ে বুঝতে না পেরে আউট হয়ে যান। স্টোইনিস প্রথমে তাঁর আউট হওয়ার বিষয়ে বিশ্বাস করতে পারেননি। সম্পূর্ণ হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি চেন্নাই সুপার কিংসের অন্যান্য ক্রিকেটারকে ও অধিনায়ক এমএস ধোনিকে উদযাপন করতে দেখেন। তারপরই প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেন।

 

এর আগে লখনউর ঘরের মাঠে একনা স্টেডিয়ামে মহেশ থিকশানা তাদের ব্যাটিং অর্ডারে জোড়া আঘাত আনেন। তিনি মনন ভোরা এবং ক্রুনাল পান্ডিয়াকে পরপর দুটি বলে আউট করেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে মইন আলী চতুর্থ ওভারে ১৪ রানে বিপজ্জনক হয়ে ওঠা কাইল মেয়ার্সকে আউট করেন।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি লখনউয়ের মেঘলা আবহাওয়ায় টস জিতে বল করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস তাদের অধিনায়ক কেএল রাহুলকে এই মরশুমে আর পাবে না। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব সামলাচ্ছেন ক্রুনাল পান্ডিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের আগেই হ্যামস্টিংয়ে চোট পান কেএল রাহুল। আর সেই চোটের কারণেই ছিটকে গিয়েছেন তিনি।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.