বাংলা নিউজ > ময়দান > 'রতনে রতন চেনে', সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটকে ভবিষ্যতের তারকার হদিশ দিলেন রবীন্দ্র জাদেজা

'রতনে রতন চেনে', সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটকে ভবিষ্যতের তারকার হদিশ দিলেন রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা (ছবি-পিটিআই)

সোশ্যাল মিডিয়ার বার্তায় ২০ বছর বয়সী অল-রাউন্ডারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে বর্ণনা করেন জাদেজা। তাঁর সঙ্গে নিজের ছবিও শেয়ার করেন।

‘রতনে রতন চেনে।’ প্রচলিত প্রবাদটা যদি যথার্থ হয় এবং ইতিবাচক অর্থে গ্রহণ করা হয়, তবে টিম ইন্ডিয়াকে ভবিষ্যতের তারকার হদিশ দিলেন রবীন্দ্র জাদেজা।

হাঁটুর চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছেন জাদেজা। গতবছর সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন তারকা অল-রাউন্ডার। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে ফের ভারতের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে।

বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠে নামার আগে রঞ্জিতে একপ্রস্ত মহড়াও সেরে নিয়েছেন জাদেজা। তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জির শেষ লিগ ম্যাচে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দেন তিনি। ব্যাট হাতে আলাদা করে নজর কাড়তে না পারলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করেন জাদেজা। ম্যাচের দুই ইনিংসে তিনি যথাক্রমে ১৫ ও ২৫ রান সংগ্রহ করেন। বল হাতে প্রথম ইনিংসে ৪৮ রানে ১টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৫৩ রানের বিনিময়ে ৭টি উইকেট পকেটে পোরেন। সুতরাং, রঞ্জির এক ম্যাচেই ফিটনেস ও ফর্ম, দুইয়েরই প্রমাণ দিয়েছেন জাদেজা।

রঞ্জি ম্যাচ খেলার পরেই জাদেজা বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে উড়ে যান। সেখানে তিলক বর্মার সঙ্গে দেখা হয় তাঁর। হায়দরাবাদের তরুণ অল-রাউন্ডার গত আইপিএল মরশুমে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স উপহার দেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৭ রান সংগ্রহ করেন ২০ বছর বয়সী তারকা।

আরও পড়ুন:- ICC Ranking: কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে সূর্যকুমার, মালানের বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি

জাদেজা সোশ্যাল মিডিয়ায় তিলকের সঙ্গে নিজের একটি সেলফি পোস্ট করেন। তবে ক্যাপশনে তিনি যা লেখেন, তা উদ্দীপ্ত করতে পারে তিলককে। আসলে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটির ক্যাপশনে তিলককে 'ভারতের ভবিষ্যৎ' বলে উল্লেখ করেন জাদেজা। প্রতিষ্ঠিত তারকাদের আস্থা অর্জন করতে পারলে সব তরুণ ক্রিকেটারই বাড়তি উদ্দীপ্ত হবেন। তাই জাদেজার ব্যবহার করা এমন বিশেষণ তিলককে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস জোগাবে।

আরও পড়ুন:- Women's T20 World Cup: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত, দেখুন অনুশীলন ম্যাচগুলির পূর্ণাঙ্গ সূচি

তিলককে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করা জাদেজাই একমাত্র সুপারস্টার নন। গতবছর মুম্বই দলনায়ক রোহিত শর্মাও তরুণ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেন। তিলককে সব ফর্ম্যাটে জাতীয় দলে দেখা যেতে পারে বলে মন্তব্য করেন হিটম্যান। রোহিত বলেন, ‘ও (তিলক) অসাধারণ ক্রিকেটার। (আইপিএলে) প্রথম বছর খেলতে নেমে এমন ঠাণ্ডা মাথায় নিজেকে মেলে ধরা সহজ কাজ নয়। আমি মনে করি ও খুব তাড়াতাড়ি ভারতের হয়ে সব ফর্ম্যাটে মাঠে নামবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন রাজনৈতিক পরিচয়ে এলে ঢুকতে দেব না, BJP-সিপিএমের আশায় পড়ল জল, এবার রাজভবন অভিযান তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.