বাংলা নিউজ > ময়দান > Ravindra Jadeja Injury Update: এশিয়া কাপে মিস করছে ভারত, কবে মাঠে ফিরবেন? অস্ত্রোপচারের পর জানালেন জাদেজা

Ravindra Jadeja Injury Update: এশিয়া কাপে মিস করছে ভারত, কবে মাঠে ফিরবেন? অস্ত্রোপচারের পর জানালেন জাদেজা

Ravindra Jadeja Injury Update: অস্ত্রোপচারের পর রবীন্দ্র জাদেজা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ravindra.jadeja)

Ravindra Jadeja Injury Update: এশিয়া কাপে দুটি ম্যাচ খেলেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দু'ওভারে ১১ রান দিয়েছিলেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে বড় প্রমোশন পেয়েছিলেন। চারে নেমে ২৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেসেছিলেন জাদেজা। যা ভারতের জয় নিশ্চিত করেছিল। হংকংয়ের বিরুদ্ধেও ভালো খেলেছিলেন। চার ওভারে ১৫ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন জাদেজা।

হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে। তারপর অস্ত্রোপচার হল ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজার। অস্ত্রোপচারের পরই জাদেজা আশাপ্রকাশ করেছেন যে তিনি শীঘ্রই মাঠে ফিরতে পারবেন।

মঙ্গলবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন জাদেজা। একটি ছবিতে হাসপাতালের বেডে শুয়ে ‘থাম্বস আপ’ দেখিয়েছেন। অপর ছবিতে ক্রাচ নিয়ে দেখা গিয়েছে ভারতীয় তারকাকে। সেই ছবির সঙ্গে জাদেজা লিখেছেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে। সমর্থনের জন্য বিসিসিআই, আমার সতীর্থ, সাপোর্ট স্টাফ, ফিজিয়ো, চিকিৎসক এবং সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। শীঘ্রই আমার রিহ্যাব শুরু করব, যাতে আমি শীঘ্রই মাঠে ফিরতে পারি। আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন: T20 World Cup 2022: আশঙ্কার চোরা স্রোত ভারতীয় শিবিরে, টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা, রিপোর্ট

এবার এশিয়া কাপে দুটি ম্যাচ খেলেছেন জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দু'ওভারে ১১ রান দিয়েছিলেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে বড় প্রমোশন পেয়েছিলেন। চারে নেমে ২৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেসেছিলেন জাদেজা। যা ভারতের জয় নিশ্চিত করেছিল। হংকংয়ের বিরুদ্ধেও ভালো খেলেছিলেন। চার ওভারে ১৫ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন জাদেজা। কিন্তু তারপর হাঁটুর জন্য ছিটকে যান। তাঁর অভাব ভালোমতো টের পাচ্ছে ভারত। জাদেজা ছিটকে যাওয়ায় দলের কম্বিনেশনে হেরফের করতে হয়েছে। তাতে তেমন সাফল্য মেলেনি।

আরও পড়ুন: IND vs SL: 'কেন এশিয়া কাপের দলে নেই শামি? আমি হতবাক', রোহিতদের তুলোধনা শাস্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন জাদেজা?

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জাদেজা। তবে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'বিশ্বকাপ এখনও বেশ কিছুটা দূরে আছে। এখনই আমরা কোনও উপসংহারে পৌঁছাতে চাই না এবং ও চোটের জন্য ছিটকে গিয়েছে বা দলে আছে, সেটা বলতে চাই না। চোট একেবারেই খেলাধুলোর অঙ্গ। তা সামলানোই হল আমাদের কাজ। রিহ্যাব এবং চোটের মাত্রার উপর বেশিরভাগ বিষয়টা নির্ভর করবে। বিষয়টি অনেক স্পষ্ট না হওয়া পর্যন্ত এবং ঠিকঠাক ধারণা তৈরি না হওয়া পর্যন্ত ও ছিটকে গিয়েছে, সেটা বলতে চাই না বা বেশি কিছু বলতে চাই না। কারণ এখনও ছয় থেকে সাত সপ্তাহে পরে হবে বিশ্বকাপ। ' 

বন্ধ করুন