প্রথম টেস্ট থেকে ‘রোগ’ শুরু করেছিল। যা দ্বিতীয় এবং তৃতীয় টেস্টেও সারাতে পারলেন না রবীন্দ্র জাদেজা। বরং উইকেট পেয়েও নো-বলের কারণে দলের কোনও লাভ করতে পারলেন না। শুধু তাই নয়, জাদেজার সেই ‘রোগের’ কারণে এখনও পর্যন্ত এবারের বর্ডার-গাভাসকার ট্রফিতে একবার জীবনদান পেয়েছেন বিশ্বের এক নম্বর ব্যাটার মার্নাস ল্যাবুশান। একবার বেঁচে যান স্টিভ স্মিথ। যিনি আপাতত টেস্টে বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে আছেন। সেইসঙ্গে জাদেজার নো বলের সুবিধা পেয়েছেন পিটার হ্যান্ডসকম্বও।
বুধবার ইন্দোরে মাত্র ১০৯ রানে অল-আউট হওয়ার পর শুরুতেই অস্ট্রেলিয়ার উইকেটের প্রয়োজন ছিল ভারতের। সেইমতো প্রথম ওভারেই উইকেট তুলে নেন জাদেজা। নিজের দ্বিতীয় ওভারে ল্যাবুশানকে আউট করেন। কাট মারতে গিয়ে স্টাম্পের দিকে বল টেনে আনেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। আউট হয়ে যান। কিন্তু রিভিউয়ে দেখা যায় যে ক্রিজের বাইরে পা ছিল জাদেজার। অর্থাৎ টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটারের উইকেট হাতছাড়া হয়ে যায়। যে ভুলের মাশুল গুনতে হচ্ছে ভারতকে। চা-পানের বিরতিতে এক উইকেট হারিয়ে ৭১ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে জমে গিয়েছেন ল্যাবুশান (৫১ বলে ১৬ রান)।
জাদেজার সেই নো-বল ‘রোগ’ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার। সরকারি সম্প্রচারকারী সংস্থায় ধারাভাষ্যের সময় প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাভাসকর বলেন, 'এটা একেবারেই বরদাস্ত করা যায় না। ও দুটি ম্যাচে সেরা হয়েছে। অথচ একজন স্পিনার নো বল করে যাচ্ছে। ওর সঙ্গে আলাদাভাবে বসা উচিত পরশ মামরের এবং (ক্রিজের) পিছন থেকে ওকে বল করানো উচিত। এটা ভারতের জন্য বিপজ্জনক হতে পারে।'
গাভাসকর যে কড়া মন্তব্য করেছেন, সেইসঙ্গে একমত হয়েছেন অনেকেই। কারণ এবারের বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট তথা নাগপুর টেস্টে জাদেজার নো বলের কারণে বেঁচে গিয়েছিলেন স্মিথ। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে স্মিথকে বোল্ড করে দিয়েছিলেন জাদেজা। ভারত ম্যাচ জিতে গিয়েছে বলে বিরাট কোহলি, রোহিত শর্মারা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। কিন্তু রিভিউয়ে দেখা গিয়েছিল যে নো-বল করেছেন জাদেজা। সার্বিকভাবে সেই টেস্টে ওই নো-বলের কোনও প্রভাব পড়েনি।
আরও পড়ুন: Ind vs Aus-বল ঘুরল ৪.৮ ডিগ্রি, নাকানিচোবানি খেল ভারত, তবুও তেলেবেগুনে জ্বলে উঠলেন হেডেন
তবে সেই ভুল থেকে দ্বিতীয় টেস্টেও শিক্ষা নেননি জাদেজা। দ্বিতীয় টেস্টে দিল্লিতেও একইভাবে প্রথম ইনিংসে যখন অস্ট্রেলিয়ার এক উইকেট বাকি ছিল, তখন হ্যান্ডসকম্বকে আউট করেছিলেন জাদেজা। অজি ব্যাটারের ক্যাচ জমা পড়েছিল কভারের ফিল্ডারের হাতে। তবে নো-বল দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তে খুশি না হলেও উইকেট হাতছাড়া হয় ভারতের তারকা স্পিনার জাদেজার। তবে তাতে বেশি ক্ষতি হয়নি ভারতের। কয়েক বল পরেই অল-আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এবার জাদেজার ভুলের মাশুল গুনছে ভারত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)