অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন রবি কুমার। অমৃত রাজ উপাধ্যায়কে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এই খবরে বাংলা ক্রিকেটে রীতি মতো খুশির হাওয়া। বাংলার দুই তরুণ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের পথে নিজেদের প্রমাণ করতে যাবেন। আগামী দিনের তারকাদের শুভেচ্ছা জানিয়েছে সিএবি। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দল রয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
রবির সাফল্যের জন্য সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন রবি কুমারও। প্রসঙ্গত, আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি গ্রুপের সেরা দু’টি দল সুপার লিগ খেলবে। ভারতীয় দলের নেতা যশ ধুল।
ভারতের অনূর্ধ্ব-১৯-এর চূড়ান্ত দলে সুযোগ পেয়ে উত্তেজিত রবি কুমার। তিনি বলেন, ‘এই দলের সদস্য হতে পেরে খুব খুশি। বাংলার হয়ে নির্বাচিত হওয়ার সময়ই লক্ষ্য স্থির করে নিয়েছিলাম যে একদিন জাতীয় দলেও খেলতে হবে। নিজের সেরাটা দিয়েছি, প্রতিটি ধাপে শেখার চেষ্টা করেছি এবং কঠোর পরিশ্রম করেছি। এ বার লক্ষ্য বিশ্বকাপে ভালো ফল করা। প্রতিটি ম্যাচে নামার আগে মনঃসংযোগ করতে এবং ভালো করে প্রস্তুতি নিতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।