শুভব্রত মুখার্জি: আইপিএলের প্রথম ম্যাচের দুর্ভাগ্য ডব্লুপিএলেও যেন তাড়া করল আরসিবি ফ্রাঞ্চাইজিকে। সেবার ছেলেদের দলকে যেমন বেদম ঠ্যাঙানির মুখে পড়তে হয়েছিল এবার প্রায় এট কায়দায় বেদম মার খেলেন তাঁদের মহিলা দলের বোলাররা। আইপিএলের পর ডব্লুপিএলের প্রথম ম্যাচেও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি হল। সেবার জ্যাক ক্যালিসদের প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স দল। আর এদিন আরসিবির প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালস। সেদিনও ২০০-র বেশি স্কোর করেছিল বিপক্ষ। এদিনও ২০০-র বেশি স্কোর করল আরসিবির প্রতিপক্ষ দিল্লি। আর দুই ক্ষেত্রেই বড় ব্যবধানে হারতে হল আরসিবিকে।
২০০৮ সালে বিধ্বংসী ফর্মে ছিলেন নিউজিল্যান্ডের কিপার ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। হাঁকিয়েছিলেন এক অনবদ্য শতরান। তাঁর শতরানে ভর করেই সেদিন কেকেআর মাত্র তিন উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে করেছিল ২২২ রান। আর এদিন ব্যাট হাতে খুনে মেজাজে ব্যাটিং করলেন শেফালি বর্মা। তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২২৩ রান করে দিল্লি। তাঁকে যোগ্য সঙ্গত দেন সদ্য মহিলা টি-২০ বিশ্বকাপজয়ী অজি দলের অধিনায়ক মেগ ল্যানিং।
দিল্লির ভারতীয় ওপেনার শেফালি বর্মা এদিন ৮৪ রান করেছেন খেলেছেন মাত্র ৪৫ বল। তাঁর ইনিংসে তিনি হাঁকিয়েছেন চারটি বিরাট ছক্কা। মেরেছেন ১০টি চারও। অপর ওপেনার তথা দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং এদিন করেন ৭২ রান। খেলেন মাত্র ৪৩ বল। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চারে। তিনি কোনও ওভার বাউন্ডারি মারেননি। মারিজান কাপ ১৭ বলে ৩৯ রান এবং জেমিমা রডরিগেজ ১৫ বলে ২২ রান করে অপরাজিত থেকে যান। জবাবে আরসিবির হয়ে অধিনায়ক স্মৃতি মন্ধনা (৩৫), এলিস পেরি (৩১) এবং হিথার নাইট (৩৪) কিছুটা রান পেলেও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। দিল্লির হয়ে দুরন্ত বোলিং করেছেন তারা নরিস। তিনি মাত্র ২৯ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। এছাড়াও অ্যালিস ক্যাপসি ১০ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।